অন্যান্য | তারিখঃ মার্চ ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1919 বার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ১৪ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় সনজাদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব থিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সনজাদ সদর উপজেলার থিপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, গত ২৪ মার্চ ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে সনজাদ বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সানজাদ পালিয়ে যায়।পরবর্তিতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে জয়পুরহাট থানায় ধর্ষন চেষ্টার মামলা দায়ের করে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply