বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন | তারিখঃ জুন ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 440 বার

ডেস্ক রিপোর্ট : বিএনপির আমলের সারাদেশের বাজেটের চেয়ে এখন শিক্ষার বাজেট বেশি’শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির আমলে সারাদেশে যা বাজেট ছিল, তার চেয়ে এখন আমাদের সময়ে আমার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বেশি।শুক্রবার সাভারের এনাম মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ডা. দীপু মনি বলেন, ‘তাদের (বিএনপি) কাছে তো আমাদের বাজেট উচ্চাভিলাষী মনে হবে। তারা তো কোনো কাজ পারেনি। আর পারেনি বলেই তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারেন। আর পারেন বলেই আজকের বাংলাদেশ অর্থনৈতিক দিকসহ সমস্ত দিক থেকে মর্যাদাপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। কাজেই আমাদের এই বাজেট সেই সক্ষমতার একটি প্রমাণ।
Leave a Reply