অন্যান্য | তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 126308 বার

বিশেষ প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, দেশের চাহিদা পূরন করে মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রপ্তাণী হচ্ছে। বিলুপ্ত প্রায় সকল দেশীয় প্রজাতির মাছ আজ আবার স্বাভাবিক ভাবে পাওয়া যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ যাতে পাওয়া যায় সে জন্য সকল প্রকারের পদক্ষেপ গ্রহন করছে। বুধবার পিরোজপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্ভুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির সকল প্রকার মৎস সম্পদ সংরক্ষণের জন্য আমাদের সকলের উদ্যোগী হতে হবে। মৎস সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। ডিম ওয়ালা মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে হবে। এতে করে আমাদের পরিপুর্নভাবে মাছের চাহিদা মিটবে। প্রাণি সম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনার শাসন আমলে এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। দেশের ব্যবসা বানিজ্য উন্নতি হয়, দেশের কৃষকরা ভালো থাকেন। এটা একমাত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনার মেধা ও প্রচেষ্টায় সম্ভব হয়’মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,কারো বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করে কেউ কখনো সফল হতে পারেনি। যে খানে যতটুকু সুযোগ পাই চেষ্টা করি পিরোজপুর যেন কোনো উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত না হয় । আজকে পিরোজপুরে সরকারী আবাসিক এলাকা হয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির মাঝেও আমি ঘরে বসে থাকিনি। এ এলাকার উন্নয়নের জন্য এক মন্ত্রনালয় থেকে আরেক মন্ত্রনালয় দৌড় ঝাপ করছি। আমি বাহাবা কুড়ানোর কাজ করিনা। মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাদের ভোটের মর্যাদা রাখার জন্য আমি কাজ করছি। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির আহম্মেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহম্মাদ সাঈদুর রহমান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনিচুর রহমান তালুকদার। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে ১০টি গাভী বিতরণ করেন। এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এর উদ্বোধণ করেন।মন্ত্রী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এরপর বেলা সারে ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্ভোধণ করেন। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
Leave a Reply