শুধু তোমার জন্য
প্রকাশিত: ০৬-০৪-২০২১, সময়: ০৪:১৫ |
খবর > শিল্প ও সাহিত্য / সাহিত্য ও সংস্কৃতি

শুধু তোমার জন্য
আওরঙ্গজেব কামাল
শুধু তোমার জন্য
আজ আমি রয়েছি একা
চলেছি অন্ধকার পথে।
শুধু তোমার জন্য
আজ আমি ছন্নছাড়া
থাকিতে পারিনা ঘরে।
শুধু তোমার জন্য
বকাটে যুবক আমি
সমাজে পাই লাঞ্চানা।
শুধু তোমার জন্য
হয়েছি ভবোঘুরে
নিশাচর প্রাণী।
শুধু তোমার জন্য
জীবনটা গেছে রসাতলে
বসে বিরহের ছবি আঁকি !
শুধু তোমার জন্য
মোর হৃদয়
রেখেছি আজও শূন্য !