আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কে সম্ভাধনা

মীর জেসান হোসেন তৃপ্তী : ঢাকা জেলার আশুলিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন কে সম্ভাধনা প্রদান অনুষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কার্যলয়ে সংগঠনের উপদেষ্ঠা ও ঢাকা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন খুব অল্প সময়ের মধ্যে সাংবাদিক লিটন গণমাধ্যমে ব্যাপক জায়গা করে নিয়েছে। তিনি এ সময় আরো বলেন এক মাত্র বস্তু নিষ্ঠা সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুন্ন থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এ্যাড.মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন এক মাত্র সাংবাদিকরা পারে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সহযোগীতা করতে। আমাদের শ্রমিকদের দাবী আদায়ের লড়াই, চলছে এবং চলবে। এ সময় বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন সকলের উদ্দেশ্যে বলেন আমি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কাছে চিরকৃতজ্ঞ। আশুলিয়া প্রেস ক্লাব সব সময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে । এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব মাসুদ পারভ্জে,সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা,সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজর আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মীর জেসান হোসেন তৃপ্তী,সাভার উপজেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম,মোঃ মাটি,মুছা,শান্ত,মোঃ সেলিম,আব্দুল করিম,মোঃ হাকিম,সাংবাদি সাকিল প্রমুখ। এ সময় সংগঠনের চেয়ারম্যান এ্যাড.মাহবুবুর রহমান ইসমাইল আশুলিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটন কে ফুল দিয়ে সম্ভাধনা।