গ্রামের একদল দুরন্ত শিশু-কিশোর। বেড়ে উঠছে নানা দুরন্তপনায়। বৃষ্টি তাদের সেই দুরন্তপনাকে যেন আরও উসকে দিয়েছে। ঘরে মন টেকে না। বৃষ্টি-কাদা উপেক্ষা করে তাই প্রকৃতির খোলা প্রান্তরে নিজেদের নিয়ে মেতে উঠেছে তারা। কখনো মোরগ লড়াই খেলে, কখনো পানিতে ঝাঁপাঝাঁপি করে সে কী আনন্দ তাদের!
বগুড়ার ধুনট উপজেলার একটি গ্রাম পাকুড়িহাটা। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে পাকুড়িহাটা দহ।