আবু বক্কর সিদ্দিক, সুন্দ্রগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে মহান শহিদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে পর্যায়ক্রমে থানা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসব সংগঠনের মধ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণে ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিশিষ্ট্য শিল্পপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, উপজেলা কৃষকলীগ, নারী উন্নয়ন ফোরাম, বিএনপি, জাসদ ও আলোকিত সুন্দরগঞ্জ’র উদ্দেগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এর আগে মধ্যরাতে উপজেলা প্রশাসনের পর পরই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র নেতৃত্বে উপজেলা জাপা’র পক্ষ থেকে মহান শহিদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
আবু বক্কর সিদ্দিক, সুন্দ্রগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ আদুরী বেগম (২০) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূ আদুরী বেগমের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। আদুরী বেগম উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের হাবিবুর রহমান নয়নের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, পারিবারিক মনোমালিন্যের এক পর্যায়ে আদুরী বেগমের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এ ঘটনায় আদুরী বেগমের মা অমিলা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা ও অমিলা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আদুরী বেগমের উপর নানান অত্যাচার চালিয়ে আসত স্বামী ও তার পরিবারবর্গ। এরই এক পর্যায়ে আদুরী বেগমকে হত্যার পর ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালায় স্বামী ও তার পরিবারবর্গ।থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, গৃহবধূ আদুরী বেগমে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আদুরী বেগমের মা অমিলা বেগম একটি হত্যা মামলা করেছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » মঠবাড়িয়ায় ২দিন ব্যাপী ভ্রম্যমান ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- » সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- » নাসিরনগরে ইট চুরির দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
- » বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান (মেম্বার)’কে গার্ড অব অনার ও রাষ্ট্রীয়ভাবে দাফন!!
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা
- » কালীগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের ২ দিনব্যাপি প্রশিক্ষন শুরু
- » ডুমুরিয়ায় এমপির নব-বৃন্দাবন পরিদর্শণ
- » সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের শোক
- » সাপাহারে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই চলছে ২২ টি স’মিল