ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভান্ডারপাড়া ইউনিয়নবাসির বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন আ’লীগের সহযোগিতায় হাজিবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আ’লীগের সভাপতি গোবিন্দলাল মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গসংগঠন,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ আনন্দ মিছিল সহকারে বিশাল এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত চেয়ারম্যানকে পুষ্পমাল্য অর্পণ,ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।এরপর ইউপি চেয়ারম্যান’র গত পাঁচ বছরের সফলতা,দূর্নীতিমুক্ত,সৎ ও যোগ্য দাবি করে বক্তব্যদেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আকরাম হোসেন মোল্যা,আ’লীগনেতা কালিদাস বিশ্বাস,সুশান্ত কুমার মল্লিক,শিক্ষক সৌরীন্দ্রনাথ হালদার,বিপুল কুমার মন্ডল,নির্মল মল্লিক,ইউপি সদস্য স্বপ্œা গাইন,সুচিত্রা রানী বিশ্বাস,বিথিকা মল্লিক,বনমালি রায়,অমল রায়,নারায়ন চন্দ্র মন্ডল, মাহাবুর রহমান শেখ,প্রীতিষ বৈরাগী,লোকেশ কবিরাজ,ছাত্রলীগ নেতা অনিশ বালা,রাকিবুল ইসলাম খান প্রমূখ।মানপত্র পাঠ করেন কালিদাস বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শশাংক সরকার,কল্যাণ মল্লিক ও সুখেন্দু হালদার। জনপ্রিয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে স্বরচিত সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী ধীরেন্দ্র নাথ।সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডুমুরিয়ায় সালিশী বৈঠকে হামলায় ৪জন আহত
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি নিয়ে সালিশী বৈঠকে মামাদের হামলায় ভাগ্নেসহ ৪জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাহস ইউনিয়নে গজেন্দ্রপুর গোলদার বাড়ি এ ঘটনা ঘটে।আহত ভাগ্নে রবিউল ইসলাম খান জানান,গজেন্দ্রপুর গোলদার বাড়ি এলাকার মৃত নজির গোলদারের ছেলে হাবিবুর ও খায়রুল গোলদার বোনদের সম্পত্তি না দেয়ার জন্য দীর্ঘদিন যাবত পাঁয়তারা করে আসছে।এনিয়ে ঘটনার দিন পাঁচ বোন ও তাদের ওয়ারেশ স্থানীয় এক সালিশী বৈঠকে বসার এক পর্যায়ে মামা হাবিবুর ও খায়রুল দা,লাঠিসোটা নিয়ে হামলা করে।এতে মুস্তাফিজুর রহমান,রবিউল খান,আসলাম হোসেন ও আঃ হালিম আহত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন
- » নাসিরনগরে অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ভষ্মীভূত
- » সাংসদের আমন্ত্রণে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালকের নাসিরনগ পরিদর্শন
- » শপথ নিলেন দ্বিতীয় বারের রামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র!!
- » ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের মধ্য দিয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন
- » বাগেরহাটে বিউটি পার্লার প্রশিক্ষনের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত
- » বাগেরহাটে পুষ্টি উন্নয়নের লক্ষে সভা অনুষ্ঠিত
- » নওগাঁয় মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্কিষী পালিত
- » লোহাগড়ায় ফাতেমা বেগম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- » শিশুশ্রম নিরশনের লক্ষে লার্নিং শেয়ারিং কনসালটেশন বিষয়ক সভা