কামরুজ্জামান কানু জামালপুর থেকে : জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বড় আকারের চেয়ার তৈরি করেছেন মেলান্দহ আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। তার তৈরিকৃত চেয়ার দেখে খুশি হয়ে নগদ ৬০ হাজার টাকা উপহার হিসেবে দিয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।৯ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মির্জা আজমের পক্ষে মমিনুলের হাতে উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, তার তৈরি চেয়ারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য মির্জা আজমকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে সে নিজ হাতে চেয়ারটি দিতে পারে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, আমি মমিনুলের বাড়িতে গিয়ে চেয়ারটি দেখেছি। সে একজন গরীব মানুষ। অতি কষ্টে নিজ উপার্জিত অর্থ থেকে সে চেয়ারটি তৈরি করেছে। তার চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।উপহারের টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি প্রধানমন্ত্রীকে আমার তৈরি করা চেয়ারটি নিজ হাতে দেব এবং আমি ও আমার ছেলের ইচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলার। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর ও নিঃস্বার্থ ভালোবাসা থেকেই তিনি এই চেয়ার তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য চেয়ার তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন উপজেলার আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রি মমিনুল ইসলাম।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » মঠবাড়িয়ায় ২দিন ব্যাপী ভ্রম্যমান ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- » সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- » নাসিরনগরে ইট চুরির দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
- » বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান (মেম্বার)’কে গার্ড অব অনার ও রাষ্ট্রীয়ভাবে দাফন!!
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা
- » কালীগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের ২ দিনব্যাপি প্রশিক্ষন শুরু
- » ডুমুরিয়ায় এমপির নব-বৃন্দাবন পরিদর্শণ
- » সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের শোক
- » সাপাহারে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই চলছে ২২ টি স’মিল