আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় দেশের বহু ভূমিহীন পরিবার বসবাসের জন্য ঘর উপহার পেয়েছেন। ভূমিহীন পল্লীর সবাই মিলেমিশে শান্তিতে থাকতে হবে। ‘সোনার বাংলা স্বপ্ন পল্লী’ বাসির সকলকে সন্ধ্যার পরে লেখাপড়া শিখতে হবে। সকলেই যাতে নিরক্ষর না থাকে সেজন্যে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক পরিবারকে সাবলম্বী করে তুলতে নানা ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হবে। প্রশিক্ষন যথাযথভাবে কাজে লাগিয়ে সাবলম্বী হতে নিজেদেরই কাজ করতে হবে। মঙ্গলবার সকালে আশাশুনির বড়দল ইউনিয়নের নির্মাণাধীন ‘সোনার বাংলা স্বপ্ন পল্লী’র উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ, নলকূপ স্থাপন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর পরিচালনায় তিনি আরো বলেন, এখানে স্যাটেলাইট ক্লিনিক চালু করা হবে, যাতে সবাই প্রাথমিক চিকিৎসাসেবা পায়। সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, পুকুর খনন করে মিষ্টি পানির জলাধার তৈরীসহ রেইন ওয়াটার হার্ভেষ্টিং’র ব্যবস্থা করে স্বপ্ন পল্লীর বাসিন্দাদের সুপেয় পানির অভাব পূরণ করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ দেয়া হবে, যাতে নারীরা সাবলম্বী হতে পারে। সমবায় সমিতি করে দেওয়া হবে, সবাই সরকারি ত্রাণের মুখাপেক্ষী না হয়ে প্রশিক্ষনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্বনির্ভর হয়ে উঠবেন। ‘সোনার বাংলার স্বপ্ন পল্লী’র নিরক্ষর সদস্যরা যাতে আগামী অর্ধ বছরে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হয় সেদিকে দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়া করোনা ঝুঁকি মোকাবেলায় সবাই স্বাস্থ্যবার্তা মেনে চলবেন এবং বাইরে জনসমাগমস্থলে গেলে অবশ্যই মাস্ক পরে থাকবেন। অনুষ্ঠান শেষে তিনি নাম ফলক স্থাপন করে স্বপ্ন পল্লীতে বৃক্ষ রোপন উদ্বোধন করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের লেডিস ক্লাব, মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের বিভিন্ন জীব-জন্তুর প্রতিকৃত ও লেকের মাছসহ পরিবেশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যানদ্বয়সহ সাতক্ষীরা জেলা প্রশাসনের অর্ধ ডজ্জন কর্মকর্তাবৃন্দ ও আশাশুনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় গ্রামবাসির জন্য দানকৃত পানীয় জলের পুকুর উদ্বোধন করলেন এমপি
- » কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
- » বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৫তম জন্মবার্ষিকী পালিত
- » মেলান্দহ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন আহবায়ক সাংবাদিক কামরুজ্জামান কানু
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » মঠবাড়িয়ায় ২দিন ব্যাপী ভ্রম্যমান ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- » সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- » নাসিরনগরে ইট চুরির দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
- » বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান (মেম্বার)’কে গার্ড অব অনার ও রাষ্ট্রীয়ভাবে দাফন!!
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা