টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে চা বিক্রেতা মো. রাজ্জাক মিয়া আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। ২০১৫ সালে তিনি ৬নং ওয়ার্ডে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন।১৯৯৬ সালে এসএসসি পাস করেন। নাজিম উদ্দিনের পাঁচ সন্তানের মধ্যে মো. রাজ্জাক মিয়া তৃতীয়। তার বড় দুই বোন, ছোট ভাই, বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার।এই জনপ্রতিনিধি দিনভর চায়ের দোকানে বসেই এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। কাউন্সিলর হিসেবে দাপ্তরিক কাজও করেন তার চায়ের দোকানে বসেই।কর্মচারী ছাড়াই দোকান চালান। চা ছাড়াও বিক্রি করেন বিস্কুট, চানাচুরসহ অন্যান্য পণ্য। পাশাপাশি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকাবাসীর পরিবারের সদস্যরা কেমন আছেন, খোঁজ নেন। তার স্বাক্ষর প্রয়োজন হলে দোকানে বসেই করে দিচ্ছেন।ছোটবেলা থেকেই সদালাপী মো. রাজ্জাক মিয়া কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আগের মতোই রয়েছেন। ভাইদের মধ্যে বড় বলে কাঁধে সংসারের দায়িত্ব। তিনি রাত ৮টা পর্যন্ত চায়ের দোকান করেন।এবারের নির্বাচনে রাজ্জাকের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনজন। নির্বাচনী প্রচারে এলাকার অধিকাংশ মানুষ রাজ্জাকের পাশে এসে তাকে সহায়তা করেন। ৩০ জানুয়ারি নির্বাচনে রাজ্জাক ৫৮০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।বাইমহাটী গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্সিলর রাজ্জাকের কোনো অহংকার নেই। তিনি কাউন্সিলর হয়েও আগের মতো মানুষের সেবার পাশাপাশি চায়ের দোকানও চালিয়ে যাচ্ছেন। যে কারণে এবারও এলাকাবাসী তাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন।মো. রাজ্জাক মিয়া বলেন, দিনভর চায়ের দোকানে বসেই এলাকার মানুষের সমস্যার কথা শুনি। অনেক সময় কাউন্সিলর হিসেবে দাপ্তরিক কাজও করি দোকানে বসেই। মানুষ এখানে এসেই আমার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
- » স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান আকবর আলী
- » আবারও গিনেস রেকর্ড অর্জনের পথে পার্থ
- » ফল বিক্রি করে স্বাবলম্বী লোহাগড়ার নয়ন
- » মাদারগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত
- » শিক্ষার্থী তানিয়া নাসরিন পাচ্ছেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
- » গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন
- » মঠবাড়িয়ায় সরকার থেকে পাওয়া সম্পত্তি থেকে উচ্ছেদ করার অভিযোগ
- » ভিন্ন ভিন্ন পুরুষের ঔরস থেকে সন্তান তিন সন্তান অভিনেত্রী কেট হাডসনের
- » প্রথম মার্কিন মুসলিম অ্যাটর্নি হচ্ছেন সায়মা