ডেস্ক রিপোর্ট : সমকামিতার শাস্তি। দুই যুবককে প্রকাশ্যেই টানা ৮০ বার বেত্রাঘাত করা হলো। ঘটনাস্থল ইন্দোনেশিয়ার আচে প্রদেশ। জানা গেছে, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলেছিলেন তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দুজনকেই গ্রেফতার করা হয়।
শেষ পর্যন্ত শরিয়ত আইন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। দর্শকাসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও। ছেলের উপর অত্যাচার দেখতে দেখতে জ্ঞান হারায় এক যুবকের মা। তারপরও ছাড় পাননি ওই দুই যুবক।উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সমকামিতা নিষিদ্ধ নয়। শুধুমাত্র সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশেই কার্যকর রয়েছে শরিয়ত আইন। যা শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্যও কার্যকর। এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ। একাধিকবার আচে প্রদেশের এই আইন নিষিদ্ধ করার দাবি জানানো হলেও তা নাকচ করা হয়েছে। অন্যদিকে, আচে প্রদেশের বহু মানুষই এই বেত্রাঘাত প্রথাকে সমর্থন করেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিলের পরিবারের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার।
- » নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
- » আশাশুনির কপোতাক্ষ নদে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ , তদন্ত টিম গঠন
- » ডুমুরিয়ায় যুবকের পুরুষাঙ্গ কাটায় থানায় মামলা
- » নাসিরনগরে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ব্যহত।
- » লোহাগড়ায় সৎ মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা আটক
- » ঝিনাইদহে আদালতে বিয়ে করে ধর্ষন মামলায় জামিন
- » মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা হত্যা মামলার আসামী অপর কন্যাকেও হত্যার চেষ্টার ঘটনায় মামলা
- » চেয়ারম্যানের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
- » রামগঞ্জে চৌদ্দ মাসের শিশু রেখে প্রেমিকা নিয়ে নিরুদ্দেশ মা