রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ পৌরসভা নির্বাচনে গনসংযোগে বাধা প্রদানকে কেন্দ্র করে গতকাল রাতে আঙ্গারপাড়া ফরিজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে টেবিল ল্যাম্প প্রতীকের সমর্থক ও পাঞ্জাবী প্রতীকের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়। এতে আহসান হাবিবের টেবিল ল্যাম্প প্রতীকের সমর্থক আনোয়ার হোসেন, খোরশেদ ছকিয়া, তানভিন আহমেদ শিহাব, শাবনাম চৌধুরী নিসান এবং মেহেদী হাসান শুভ এর পাঞ্জাবী প্রতীকের সমর্থক আরিফ হোসেন বাবু, মোঃ সাব্বির হোসেন ও আহমেদ সহেল গুরুত্বর আহত হয়। আহতদের রামগঞ্জ সরকারী হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়, রামগঞ্জ পৌর সভায় ৩য় দফা ৩০জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে পৌর ৯নং আঙ্গারপাড়া ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী আহসান হাবিবের সমর্থক এবং পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মেহেদী হাসানের সমর্থকেরা গনসংযোগ করার সময় রাত সাড়ে ১০টার দিকে ফরিজ উদ্দিন পাটোয়ারীর সামনে মুখোমুখি হয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী আহসান হাবিব বলেন, আমার সমর্থকেরা পৌর জগৎপুর এলাকা গনসংযোগ শেষে ফিরার সময় পাঞ্জাবী প্রতীকের সমর্থকেরা পরিকল্পিত ভাবে মারধর করে।
পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মেহেদী হাসান শুভ বলেন,ফরিজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে উঠান বৈঠক করতে গেলে টেবিল ল্যাম্প প্রতীকের সমর্থকেরা একাধিকবার হুন্ডা মহল দেয়। রাত ১০টার দিকে সমর্থকদের নিয়ে ফেরার পথে অতর্কিত হামলা করলে আমার সমর্থকেরা প্রতিরোধ সৃষ্টি করে। এতে সংঘর্ষ বাধে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সংঘর্ষে ঘটনা মামলা হলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ!!
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃরামগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবটিই ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো হলো- ৯নং ওয়ার্ডের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ৩নং ওয়ার্ডের স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ১নং সোনাপুর ওয়ার্ডের সোনাপুর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, মধ্য সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ৭নংওয়ার্ডের পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ৫ নং ওয়ার্ডের নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৬নং কাজিরখিল ওয়ার্ডের কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। প্রশাসন এ কেন্দ্র গুলোতে যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা না নিলে বিগত নির্বাচনের মতো এবারো কেন্দ্র দখলসহ রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
- » কালীগঞ্জে ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বিজিবি’র লাঠিচার্জ
- » আলজাজিরার প্রতিবেদন সরাতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ
- » নাসিরনগরে বিশ্ব ভালবাসা দিবসে ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপ মায়াজালের ব্যতিক্রমী উদ্যোগ।
- » কালীগঞ্জে সড়কের পাশে চায়ের দোকানে ট্রাকের আঘাতে ৪ জন গুরুত্বর আহত
- » জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনেকে সামনে রেখে নৌকার পক্ষে সিএনজি মিছিল
- » বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে মামালা, আটক-১
- » কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে
- » যৌতুক নির্যাতনে গৃহবধু হত্যা ঘটনার শুরু থেকেই পুলিশের গড়িমসির অভিযোগ পরিবারের
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফ ও ধানের শীষের প্রার্থী মাহাবুব