ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মটর সাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) নামের যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।ডুমুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা তানভীর হাসান জানান,ঘটনার দিন সকালে উপজেলার রানাই গ্রামের জাকির খাঁর একমাত্র ছেলে জাহিদ হাসান বাড়ী থেকে মটর সাইকেল যোগে ডুমুরিয়া যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা চুকনগর গামী যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৪৪৩) তাকে সজোরে আঘাত করে। এতে মটর সাইকেল চালক জাহিদের মাথা ফেটে রক্কক্ষরন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মটর সাইকেলটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আটক ছিল।
ডুমুরিয়ার শোভনায় শিশুশিক্ষা স্কুলের ৪০বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার শোভনায় বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস পরিচালিত শিশু শিক্ষা বিদ্যালয়’র ৪০বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণৃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ভোলানাথ দাস। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ফাদারলুইজি পাজ্জি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস খলিনা আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস,ফাদার আন্তনীয় জের্মানো দাস,ডেভিড রকি গোমেজ ও দলিত পরিচালক স্বপন কুমার দাস।প্রাক্তন ছাত্র শিবপদ দাসের সঞ্চালনায় বক্তব্যদেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু,সরদার আব্দুল গণি,শিক্ষক শ্যামাপ্রসাদ বসাক,সুকুমার মন্ডল, কৃষ্ণপদ দাস,প্রভাষক হুমায়ুন কবির,গোলাপি মল্লিক,সুচিত্রা দাস,ছাত্র অরুন কুমার দাস,শানজিদা তানজিম ইভা,অশোক দাস, গোবিন্দ দাস,গোপিনাথ দাস,মেহেদী হাসান,বোরহান উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডুমুরিয়ার খর্ণিয়ায় আল-কারীম জামে মসজিদেও উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় খর্ণিয়া বাজার সংলগ্ন আল-কারীম জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজ পূর্বে পবিত্র কোরান তেলাওয়াত শেষে এর উদ্বোধন করেন চরমোনাই পীরের খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। মাওলানা মাহবুবুল আলমের পরিচালনায় বক্তব্যদেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,মুফতি আজিজুর রহমাান,জিএম নওশের আলী,আলহাজ¦ নেছার উদ্দিন,জিএম আহম্মদ আলী,আলহাজ¦ জামির হোসেন জোয়ার্দার,মাওলানা মোস্তফা প্রমূখ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের
- » মঠবাড়িয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন
- » প্রধান মন্ত্রীর সঠিক নের্তৃত্বের কারণে দেশ আজ মধ্যম আয়ে উন্নত হয়েছে : তথ্যমন্ত্রী
- » সৈয়দপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রে ২ কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত
- » ঢাকা প্রেস ক্লাবের মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- » মানুষকে রক্ষায় ডিজিটাল আইন, মুশতাকের মৃত্যু অনভিপ্রেত : তথ্যমন্ত্রী
- » সম্বর্ধনায় সিক্ত নড়াইলের নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা
- » বিশ্বের সেরা তিন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
- » নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বি এম মোজাম্মেল হক
- » বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের রোগমুক্তি কামনা