এম. আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিধি: যশোরের কেশবপুরে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদের প্রস্তুতি। যান্ত্রিক যুগে হালের বলদের অভাবে কৃষকের ক্ষেতে মই টানছে মানুষে। এক সময় এ এলাকার কৃষকদের ঘরে ঘরে ছিলো হালে অর্থাৎ চাষের গরু, ছিলো জোয়াল লাঙ্গলসহ কৃষি যন্ত্রপাতি। কৃষকের জমি চাষের গরু মহিষের স¤পর্ক সেই আদিকাল থেকে। কৃষকের জমি চাষ ও মই দেওয়ার কাজটি করতো গরু ও মহিষে। কিন্তু এই যান্ত্রিক যুগে প্রযুক্তির ছোয়ায় জমি চাষে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যাবহার হলেও ক্ষেতে মই দিতে প্রযুক্তির কোন ব্যাবহার না থকায় মই চানতে হচ্ছে মানুষকে।
এমনই একটি চিত্র দেখা গেল ভালুক ঘরের মাঠে। দেখা গেল এক কৃষক তাঁর ছেলেকে নিয়ে হালচাষের জন্য মই টানছেন। এ সময় এক জন কৃষক বলেন একজন দিয়ে মই টানা অসম্ভব। তাই একজন প্রতিবেশী হিসেবে আরেক কৃষককে সহায়তার জন্য মই টানার কাজে আমি তাদেরকে সাহায্য করেছি। কেশবপুর থেকে হালের বলদ প্রায় বিলুপ্তির পথে। উপজেলার বালিয়াডাঙ্গা, ফতেপুর, গরালিয়া বিলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এখন পুরোদমে কৃষক বোরো ধান রোপনের প্রস্তুতি নিচ্ছেন। কৃষক আবুল হোসেন বলেন, তার ৩ বিঘা জমিতে বোরো ধান চারা রোপণের পাওয়ার টিলার দিয়ে চাষ করে নেয়ার পর নিজেরাই মই টেনে জমি সমান করে চারা রোপণ করবেন। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন ক্ষেতে গরু বা আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মই দিলেও অধিক সমতল করার জন্য হাতে মই দেওয়ার প্রয়োজন আছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় পিয়াজ উৎপাদনে চাষীদের আগ্রহ বাড়ছে
- » তেঁতুলিয়ায় ক্ষুদ্র চা চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- » ফরিদপুরে লাউ কেটে ক্রিকেট খেলা কৃষকের মাথায় হাত
- » লোহাগড়ায় টমেটোর বাম্পার ফলন লাভবান কৃষকরা
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » তেঁতুলিয়ায় কৃষকলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- » বাগেরহাটে অর্গানিক পদ্ধতিতে সজ্বী চাষের উদ্বোধন
- » কেশবপুরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহি খেজুরের রস ও গুড়
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত
- » কৃষি পন্য বহনে চালু হচ্ছে রেলওয়ে সংযোজনে অত্যাধুনিক নতুন লাগেজ ভ্যান