ডেস্ক রিপোর্ট : বিভিন্ন মন্তব্য করে বছরজুড়েই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নতুন সিনেমা ‘মণিকর্ণিকা রিটার্নস দ্য লেজেন্ড অব দিদ্দা’র ঘোষণা করার এক দিনের মাথায় কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওল।
বইটির লেখক বলেন, ‘‘কঙ্গনার মতো অভিনেত্রীর এমন আচরণে আমি অবাক। দিদ্দা যেহেতু কাশ্মীরের রানি ছিলেন, কঙ্গনা এই অভিযোগ অস্বীকার করতেই পারেন। কিন্তু আমার কাছে বইটির কপিরাইট আছে।’’ লেখকের দাবি, ছ’বছর ধরে গবেষণা করে রানির সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে বইটি তিনি লিখেছেন, এত বিস্তৃতভাবে দিদ্দাকে নিয়ে আর কোন ইতিহাসবিদ লেখেননি। এর আগে কলহন দিদ্দাকে নিয়ে দু’পাতা লিখেছিলেন।
এদিকে আশিস গত সেপ্টেম্বরে কঙ্গনাকে এই বইয়ের হিন্দি অনুবাদ ‘দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি’র জন্য ভূমিকা লিখে দেওয়ার অনুরোধ করেন। তবে তার উত্তর এখনো পাননি আশিস। এ দিকে দিদ্দাকে নিয়ে সিনেমার ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
- » স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান আকবর আলী
- » আবারও গিনেস রেকর্ড অর্জনের পথে পার্থ
- » রাহুল রাজ এর কথায় বর্ষার কন্ঠে ‘আমি যে নাগীন’
- » অভিনেতা রজতাভ দত্ত এখন ঢাকায়
- » ফল বিক্রি করে স্বাবলম্বী লোহাগড়ার নয়ন
- » মাদারগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত
- » শিক্ষার্থী তানিয়া নাসরিন পাচ্ছেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
- » গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন
- » এনআরসি বিরোধিতার জন্য রাজনীতিতে ভারতের জনপ্রিয় অভিনেত্রী