আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় এক অসহায় পরিবারের বসতঘর আগুনে পুড়ে ভুষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কুল্যার মোড়স্থ বুধহাটা গ্রামের মৃত. সমছের সরদারের ছেলে শাহিনুর রহমানের বাড়ীতে। ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, সে প্রতিদিনের ন্যায় তাদের বসত ঘরেই ঘুমিয়ে ছিলো। ভোরে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় কোন কিছু বুঝে উঠার আগেই আসবাবপত্রসহ প্রয়োজনীয় ব্যবহারিক মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হয়ে যায়। পরে প্রতিবেশীদের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে গোচ্ছিত আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে ভুষ্মিভুত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় শাহিনুর রহমান। এ ঘটনায় শাহিনুর জানান, অগ্নিকান্ডে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কোন কারণ জানা যায়নি।
আশাশুনির তুয়ারডাঙ্গায় সড়ক দুর্ঘটায় আহত-৩
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির তুয়ারডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তর পাড়ায় ব্যবসায়ী রবিনের বাড়ির সামনে মেইন সড়কে। জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার দিক থেকে প্রতাপনগর গামী মাহেন্দ্র ঘটনাস্থানে পৌছলে সামনের দিক থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা আনুলিয়া গ্রামের আনন্দ সরকারের কন্যা ঝর্না রাণী সরকার ও দুটি শিশু আহত হয়। অটোভ্যান চালক কাপসন্ডা গ্রামের আকবার মড়লের পুত্র রিয়াজ হোসেনের অটোভ্যানটির ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মাহেন্দ্র চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশাশুনির কুল্যায় রাস্তার কাজের উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নে রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী। কুল্যা ইউনিয়নের বাহাদুপুর গ্রামে গোলাম মোস্তফার দোকানের সামনে হতে আজিজুলের বাড়ি পর্যন্ত দীর্ঘ ৩২০ ফুট রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপর অনাস্তাকারীর একজন ইউপি সদস্য নজরুল ইসলামসহ এলাকাবাসি।
আশাশুনির বেউলায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিতে জি-ফুলবাড়িয়া ১-০ গোলে ফাইনালে
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পদ্ম-বেউলায় মুজিবর্ষ উপলক্ষে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পদ্ম-বেউলা সাইক্লোন সেল্টার মাঠে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী মিলন মহাল যুব সংঘের আয়োজনে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় বুধহাটা আইবিবিএল এন্ড বিসমিল্লাহ ফার্মেসী একাদশ বনাম সাতক্ষীরা সদরের জি ফুলবাড়িয়া বন্ধু মহাল ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ০-১ শূন্য গোলে বিসমিল্লাহ ফার্মেসীকে হারিয়ে জি ফুলবাড়িয়া বন্ধু মহাল ফুটবল একাদশ ফাইনাল খেলা গৌরব অর্জন করেছে। খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা শাকিল। অবসর প্রাপ্ত সেনা সদস্য অলিউল ইসলামের সভাপতিত্বে ও পাইথালী মিলন মহাল যুব সংঘের সাধারন সম্পাদক নাজমুল হুদার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ পাড়, প্রাক্তন প্রধান শিক্ষক রইসউদ্দীন, ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন, যুব সংঘের সভাপতি জিয়ারুল ইসলাম, সহ-সভাপতি এড. জাকারিয়া আহম্মেদ, সহকারী শিক্ষক গাওসুল আলম, সাবেক সেনা সদস্য মিলন মন্ডল, স্বাস্থ্য পরিদর্শন আবু মুছাসহ বিভিন্ন নাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারও দর্শকবৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারি পিপুল খান, সহকারী রেফারি আনিছুর রহমান, ইয়ামিন হোসেন, দেব প্রসাদ সানা। ধারভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আছাদুল ইসলাম। আগামী ২৩ জানুয়ারী শনিবার একই মাঠে তালার সৈকত ফুটবল একাডেমি বনাম ফুলবেড়িয়া বন্ধু মহাল যুব সংঘ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মুশতাকের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী
- » মঠবাড়িয়ায় গ্রামবাসির জন্য দানকৃত পানীয় জলের পুকুর উদ্বোধন করলেন এমপি
- » কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
- » বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৫তম জন্মবার্ষিকী পালিত
- » মেলান্দহ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন আহবায়ক সাংবাদিক কামরুজ্জামান কানু
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » মঠবাড়িয়ায় ২দিন ব্যাপী ভ্রম্যমান ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- » সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- » নাসিরনগরে ইট চুরির দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
- » বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান (মেম্বার)’কে গার্ড অব অনার ও রাষ্ট্রীয়ভাবে দাফন!!