মোঃ আব্দুল হান্নান,,সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার নামকরা বেশ কিছু চোর ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।যার ফলে বর্তমানে নাসিরনগরে চুরি ডাকাতি অনেকটা কমে যাওয়া উপজেলাবাসী অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।১২জানুয়ারী ২০২১ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িশ্বর ইউনিয়নের র্অন্তগত আনন্দপুর-তিলপাড়া পাকা রাস্তার আনন্দপুর ব্রিজ থেকে আনুমানিক ২০ ফুট দুরে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় খবর পেয়ে মোঃ আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেলের দিক নির্দেশনায় ওসি এ,টি,এম আরিচুল হক,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ কবির হোসেন সহ সহ বুড়িশ্বর ও ফান্দাউক এলাকায় রাত্রিকালীন অভিযান টিম পরিচারনাকারী এস,আই মোঃ আরিফুর রহমান সরকার, তার সঙ্গীয় এএসআই দুলাল মিয়া, এ,এস,আই খোকন মিয়া ২, এ,এস,আই নিবারণ চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সসহ সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে ১২ জন ডাকাতকে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, ছোরা ও পল সহ আটক করে। ওই ঘটনায় আসামীদের বিরুদ্ধে নাসিরনগর মামলার ডাকাতি প্রস্তুতির মামলা নং-৯, তারিখ ১২/১/২১ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।আটককৃত ডাকাতরা হলেন, জলিল মিয়া (২৭) পিতা মৃত জলফু মিয়া সাং নাসিরনগর, সোহেল মিয়া (২০) পিতা ছুর রহমান সাং চাপরতলা, সজল মিয়া (২৪) পিতা কামাল মিয়া সাং বুড়িশ্বর, মোঃ নাদিম মিয়া (২০) পিতা মোঃ আমিন মিয়া সাং মির্জাপুর, মাধবপুর, হবিগঞ্জ, আব্দুল আজিজ (২০) পিতা মৃত আব্দুল হামিদ সাং বামৈ, লাখাই, হবিগঞ্জ, মোঃ সাফি উদ্দিন (২০) পিতা মোঃ ফরিদ মিয়া সাং শ্রীঘর, বুড়িশ্বর, নাসিরনগর, শাহজাহান মিয়া প্রকাশ মামুন (২৬) পিতা মোঃ বরজু মিয়া, গ্রাম লক্ষীপুর, বুড়িশ্বর, নাসিরনগর, মোঃ সরাজ মিয়া(২০) পিতা কামাল মিয়া গ্রাম গুনিয়াউক, নাসিরনগর, শামীম (৩০) পিতা অজ্ঞাত গ্রাম ফান্দাউক, নাসিরনগর,তারেক মিয়া (২৮) পিতা জাকির হোসেন গ্রাম চাপরতলা নাসিরনগর, আলমগীর (৩০) পিতা অজ্ঞাত গ্রাম পূর্বভাগ, নাসিরনগর,ধনু মিয়া (৩০) পিতা অজ্ঞাত গ্রাম গুনিয়াউক নাসিরনগর।তাছাড়াও এস আই আরিফুল হক সরকার কুন্ডা ইউনিয়নে অভিযান পরিচালনা করে কাহেতুরা গ্রামের কুখ্যাত মাদক সম্রাঞ্জী হেনা ও কুন্ডা গ্রামের কুখ্যাত ডাকাত সুজন সহ ৪ জনকে গ্রেপ্তার করে।অপরদিকে বুড়িশ্বর গঙ্গানগর রাস্তায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে বুড়িশ্বর গ্রামের ৪ ডাকাতকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে সেই সাথে ফান্দাউক গ্রামের কুখ্যাত লালস ডাকতকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে চুরি,ডাকাতি হওয়া বেশ কিছু মালামাল ও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক মামলা দিয়ে আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কলাপাড়ায় অপহৃত এক স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার
- » সুন্দরগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার-২
- » নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা, রক্তমাখা ছুরিসহ স্বামী আটক
- » মঠবাড়িয়ায় কঙ্কালের ডিএনএ থেকে আড়াই বছর পর হত্যা রহস্য উদঘটন ॥ গ্রেপ্তার ২
- » জামালপুরের ইসলামপুরে ইউপি সচিব এলজিএসপির প্রায় ৬ আত্মসাতের অভিযোগ
- » জামালপুরের ইসলামপুরে ৪৬ বোতল ফেন্সিডিল সহ এক নারী আটক
- » তালায় স্বাক্ষর জালিয়াতের দায়ে এক ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
- » আশাশুনির বুধহাটায় ইরাবতি ইটভাটার অবৈধ পাকাঘর অবশেষে অপসারণ
- » জামালপুরে নিষিদ্ধ ঘোষিত পাচ জঙ্গির কারা দন্ড
- » ভেড়ামারায় তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার