বাগেরহাট প্রতিনিধি : দলের সিদ্ধান্ত অমান্য করে দলের মনোনিত প্রর্থী বিপক্ষে ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে প্রচা প্রচারনা করার অভিযোগে এ ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (১৬ জানুয়ারী ) সকালে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- শরোনখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ ,মংলা পৌর বিএনপির সিনিয়ার সহ- সভাপতি মো. খাললুর রহমান, মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আঃ ছালাম ব্যাপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত জেলার শরোন খোলা উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিএনপি মনোনিত প্রর্থী বিপক্ষে ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনি একাধিক জনসভায় বক্তব্য দেওয়ার অভিযোগে শরোনখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফকে উক্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর দিকে ১৬ জানুয়ারী অনুষ্ঠিতমোংলা পৌর সভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রর্থী বিপক্ষে ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে মংলা পৌর বিএনপির সিনিয়ার সহ- সভাপতি মো. খাললুর রহমান নিজ বাস ভবনে ও তার সভাপতিত্বে সরকার দলীয প্রর্থীকে প্রধান অতিথি সভা করা ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে ভেট চেয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আঃ ছালাম ব্যাপারীকে উক্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জামালপুরে পৌর নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
- » সম্বর্ধনায় সিক্ত নড়াইলের নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা
- » সেখ জুয়েল এমপি এবং তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় নগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া
- » সেখ জুয়েল এমপি’র সুস্থ্যতা কামনায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর
- » নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বি এম মোজাম্মেল হক
- » বাগেরহাটে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মত বিনিময়
- » বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম যুবলীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
- » আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে ত্যাগী হতে হবে-এমপি হেলাল
- » খালেদা জিয়াকে গ্রেফতার করতে পরোয়ানা জারি
- » লজ্জা ভেঙে বিএনপি নেতাদের টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী