আওরঙ্গজেব কামাল : বাংলাদেশে বর্তমান কোন নির্বাচনে কোন প্রকার অনিয়ম হচ্ছে না বলছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। তিনি এ সময় আরো বলেন বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং আগামীতেও হবে উল্লেখ করে সব দল ও প্রার্থীকে কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। বুধবার আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। প্রধান নির্বাচন বলেন, আমাদের ওপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি, পরীক্ষা করে দেখুন, নির্বাচন নিরপেক্ষ হয়। বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না জানিয়ে নূরুল হুদা বলেন, পৌরসভা নির্বাচনের আগে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা রয়েছে, এজন্য সব ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। এ সময় ইভিএমএ ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, আমাদের দেশে না শুধু, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার বিরুদ্ধে অবস্থান থাকেই। দেখুন আমেরিকা, আছে না এখন পর্যন্ত, যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয়। তারা গ্রহণ করতে চায় না। এটাই কালচার। আওয়ামী লীগ যদি হেরে যেত, হয়তো তারাও গ্রহণ করতে চাইতো না। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » রোহিঙ্গা হিসেবে কোনো বাংলাদেশি সৌদিতে গিয়ে থাকলে পাসপোর্ট দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ
- » কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ৩টিতে নৌকা, ১টিতে মশাল বিজয়ী
- » শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
- » সাভার পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থী