বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের এক মাদ্রাসা শিক্ষক এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল হাওলাদার হোগলাপাশা গ্রামের মৃত আব্দুর গনি হাওলাদারের ছেলে ও পাশর্^বর্তি পিরোজপুর জেলার নামাজপুর দালিখ মাদ্রাসার শিক্ষক ছিলেন। বুধবার (১৩জানুয়ারী) সকালে দিকে ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আলমগীর হোসেনের শুপারি বাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসির বরাত দিয়ে মোরেলগঞ্জ মহিষপুরা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. নাসিম বলেন, স্থানীয় গ্রামবাসির খবরের ভিত্তিতে সকাল ৮টার দিকে স্থানীয় দাশখালি গ্রামের বাসিন্দা আলমগীর হেসেনের সুপারি বাগার থেকে শহিদুল হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন জানান যাবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ
- » কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ৩টিতে নৌকা, ১টিতে মশাল বিজয়ী
- » শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
- » সাভার পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থী