ডেস্ক রিপোর্ট : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটের ৪০০ জন ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি ছয় তারকা ক্রিকেটার।রোববার বিকালে পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের সবচেয়ে তারকা প্লেয়ার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আগামী ২০ ফেব্রুয়ারি পিএসএল শুরু হবে; শেষ হবে ২২ মার্চ। খেলাগুলো হবে করাচি ও লাহোরে। সেই সময়ে আন্তর্জাতিক খেলা রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। যে কারণে এসব দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকায় পিএসএলে খেলতে পারবেন না। তবে জাতীয় দলের বাইরে যারা রয়েছেন তারা নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিতে পারলে খেলতে পারবেন। পিএসএল নিলামের ড্রাফটে রয়েছেন- বাংলাদেশ দলের অন্যতম তারকা পেসার মোস্তাফিজুর রহমান, টি-টোয়েন্টি দলের অধিনায়ক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, গতিময় পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তারকা ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান।
এছাড়া পিএসএল নিলামে যেসব তারকা রয়েছেন-
আফগানিস্তান: রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।
অস্ট্রেলিয়া: ক্রিস লিন, জেমস ফকনার, ক্রিস গ্রিন, ফাওয়াদ আহমেদ ও ড্যান ক্রিশ্চিয়ান।
ইংল্যান্ড: মঈন আলী, রবি বোপারা, জো ডেনলি, টম বান্টন, জ্যাক বল, বেন ডেকেট, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, সামিত প্যাটেল, লিয়াম প্লানকেট এবং ফিল সল্ট।
আয়ারল্যান্ড: অ্যান্ডি বালবার্নি, জর্জ ডকরেল, কেভিন ও’ব্রায়ান, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।
নেদারল্যান্ডস: রওলফ ভ্যান ডার মেরওয়ে।
নেপাল: সন্দীপ লামিচানে।
নিউজিল্যান্ড: অ্যান্টন ডেভিচ ও মিচেল ম্যাকক্লেনাগান।
দক্ষিণ আফ্রিকা: ডেভিড মিলার, মরনে মরকেল, ডেল স্টেইন, কাইল অ্যাবট, ক্যামেরন ডেলপোর্ট, ওয়েইন পার্নেল ও তাবরেজ শামসি।
শ্রীলংকা: দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশন ডিকওয়ালা, আভিস্কা ফার্নান্দো, দিমুথ করুণারত্নে, সুরঙ্গা লাকমল, ধনঞ্জয়া লক্ষণ, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লক্ষণ সান্দকান, উপুল থারাঙ্গা ও লাহিরু থিরিমান্নে।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, চাদউইক ওয়ালটন, কার্লোস ব্র্যাথওয়েট, ডোয়াইন ব্র্যাভো, জনসন চার্লস, শেল্ডন কটরিল, শেন ডওরিচ, দেবেন্দ্র বিশু, ডমিনিক ড্রাকস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন মোহাম্মদ, শেরেফানে রাদারফোর্ড ও রনসফোর্ড বিটন ।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, টেন্ডাই চিসোরো, কাইল জার্ভিস ও মুজারাবানী।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » করোনা পরবর্তী প্রথম সিরিজ জয় করে নিল বাংলাদেশ
- » ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
- » সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট উইন্ডিজ
- » গল টেস্টে শক্ত অবস্থানে ইংল্যান্ড
- » বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন
- » আইসিসির ভুলে টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশ!
- » মি. ওয়ার্ল্ড খ্যাত বডিবিল্ডার রনজিৎ চন্দ্র সরকার এবারো মি. বাংলাদেশ-২০২০ শিরোপা অর্জন করেছে
- » ২০২১ সালের বিশ্বকাপ বাতিল
- » জহুরুল-মাশরাফি নৈপুণ্যে মাহমুদউল্লাহর খুলনা ফাইনালে
- » তিন বছর পূর্ণ হলো বিরাট ও অনুশকা শর্মার সংসার