মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগরে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্ঠার মিথ্যা মামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া নির্দোষ ছাত্রকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুযারী ২০২১ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে এলাকাবাসীর সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী দাবী করেন, ঘটনার সময় জসিম এলাকায় ছিল না। তাকে হয়রানি করার জন্য ধরমন্ডল ইউনিয়ন বি,এন পির যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ মুহুরী নামে এক লোক জসিমকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এ মামলা থেকে জসিমের নাম প্রত্যাহারসহ ফরহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী করছি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লাখাই উপজেলার গুনিপুর গ্রামের এলিম মিয়ার ছেলের বিয়েতে যাওয়ার উদ্দ্যেশে যাত্রা করেন ইরনসহ তার স্ত্রী। কিছুক্ষণ পর ইরন জরুরী কাজে বাড়িতে চলে যায়। একা পেয়ে ইরনের স্ত্রীকে চারজন যুবক অপহরণ করে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দেওরত গ্রামের কবরস্থানের পুকুরের পূর্বপাশে নিয়ে যায়। সেখানে ইরনের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আসামিরা। ইরনের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। তখন জসিমসহ অপর আসামিরা থানায় মামলা না করতে হত্যার হুমকি দেয়। মামলার বাদী ইরন আলীর সাথে কথা বললে, তিনি বলেন, ঘটনার সময় মো. জসিম উদ্দিন উপস্থিত ছিল না। আমরা জসিম ও তার বাবাকে কাউকে চিনি না। তার নাম শত্রুতা করে ফরহাদ মুহুরী জড়িয়ে দিয়েছে। এই নিয়ে ফরহাদ মহুরীর সাথে আমাদের মনোমালিন্য ও ঝগড়া হয়েছে। আমি ওসিকে বলে জসিমকে এ মামলার আসামী থেকে বাদ দেব। বাদী ইরন বলেন, মামলা করার দায়িত্ব দিছিলাম আমার গ্রামের ফারহাদ মহুরীকে। সে আমাদেরকে থানায় নিয়া গেছে। কিন্তু ওসি সাহেবের সাথে আমাদেরকে দেখা করতে দেয়নি। ফরহাদ মহুরী আমাকে বলে, তুমি সহজ সরল মানুষ। তুমি মামলা সম্পর্কে বুঝবনা। মামলা করার সময় আমার কাছ থেকে ওসির কথা বলে ৩৩ হাজার টাকা নেয় ফরহাদ মহুরী।
এ বিষয়ে ফরহাদ মহুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ফরহাদ মহুরী বলেন, আমি নাসিরনগর থানার দালাল আলা উদ্দিনকে মোবাইল ফোনে বললে, সেই দরখাস্ত লিখে নিয়ে থানায় গিয়ে মামলা এফআইআর করিয়ে দেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, মামলা বাবদ কোন টাকা নেওয়া হয়নি। যদি ঘটনার সাথে জসিম জড়িত না থাকে তাহলে জসিমকে কোন প্রকার হয়রানি করা হবে না এবং তার নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। দালাল ফরহাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম করেছে নৌকা সমর্থকরা
- » নিয়ম ভেঙে কারাগারে নারীর সঙ্গে আসামি সাক্ষাতের বিষয়ে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী
- » রামগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮!!
- » মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পলাতক দুর্ধর্ষ আসামী স্বপন গ্রেপ্তার
- » কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী মাহবুবার রহমান
- » ঢাকা প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
- » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে : সেতুমন্ত্রী
- » বাংলাদেশ এখন আর ভিক্ষা নেয় না বরং ভিক্ষা দেয় : আলহাজ্ব মির্জা আজম এমপি
- » কালিয়ায় নৌকার কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
- » মঠবাড়িয়ায় রহস্য জনক নববধূ নিখোঁজ ॥ থানায় জিডি