ডেস্ক রিপোর্ট : ২০১৯ সালে টেস্ট ক্রিকেটের নবীন দেশ আফগানিস্তানের কাছে সাদা পোশাকের ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেটাও আবার দেশের মাটিতে! ২২৪ রানের বিশাল ব্যবধানে সেই পরাজয়ের গ্লানি এখনও বইতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। এর মাঝে গতকাল হুট করেই দেখা গেল, টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে তুমুল ট্রল আর সমালোচনার সৃষ্টি হয়। আগের দিন প্রকাশিত ভুল র্যাংকিং।
গতকাল বুধবার প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে দেখা গেছে, ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে গেছে আফগানিস্তান। আর দীর্ঘদিন ৯ নম্বরে থাকা বাংলাদেশ দল ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশে। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীরা যখন হায় করছিলেন, তখন গণমধ্যমকর্মীরা খুঁজছিলেন একটি প্রশ্নের জবাব। আইসিসি র্যাংকিংয়ে আসতে হলে যে পরিমাণ ম্যাচ খেলার প্রয়োজন হয়, আফগানরা এখনও সেই টার্গেট পূরণ করতে পারেনি। তাহলে বিষয়টা কী হলো?
আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার আইসিসির সংশোধিত র্যাংকিং।
২০১৮ সালের জুনে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় আফগানিস্তানের। এখন পর্যন্ত তারা খেলেছে ৪টি টেস্ট, জয়-পরাজয় ২টি করে। কিন্তু মজার বিষয় হলো, টেস্ট র্যাংকিংয়ে আসার যোগ্যতা না থাকলেও আফগানদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। কারণ একই সময়ে খেলা ৭ টেস্টের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। আইসিসির যে কর্তব্যরত ব্যক্তি পয়েন্ট টেবিল তৈরি করেছেন, তিনি হয়তো র্যাংকিংয়ের নিয়মটা ভুলে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবারও র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশ যথারীতী ৯ নম্বর জায়গা ধরে রেখেছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ভারত, পাকিস্তানের পর ইংল্যান্ডকে পেছনে ফেলল বাংলাদেশ
- » করোনা পরবর্তী প্রথম সিরিজ জয় করে নিল বাংলাদেশ
- » ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
- » সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট উইন্ডিজ
- » গল টেস্টে শক্ত অবস্থানে ইংল্যান্ড
- » বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন
- » পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি
- » মি. ওয়ার্ল্ড খ্যাত বডিবিল্ডার রনজিৎ চন্দ্র সরকার এবারো মি. বাংলাদেশ-২০২০ শিরোপা অর্জন করেছে
- » ২০২১ সালের বিশ্বকাপ বাতিল
- » জহুরুল-মাশরাফি নৈপুণ্যে মাহমুদউল্লাহর খুলনা ফাইনালে