নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে স্থানীয় বিএনপি ও যুবদলের ক্যডাররা। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে বেগমগঞ্জ মডেল থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। মামলা নং-৪৪,তারিখ-২৪/১২/২০ ইং। মামলা হলেও এ রিপোট লেখা পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে বেগমগঞ্জের ৮নং ইউপির মুজাহিদপুর গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এলাকা ও মামলা সুত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর বেগমগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপজেলার ৮নং সদর বেগমগঞ্জ ইউপির আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও মুজাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লার পুত্র মোঃ আলম (৫০) এর সাথে ওই এলাকার ইউনিয়ন বিএনপি ও যুবদলের স্থানীয় ক্যাডার মোঃ ফারুক (২৮),সুমন (২৮),নজরুল ইসলাম (২৬), ও মোঃ সোহাগ(২৭) এর সাথে কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে গত মঙ্গলবার (২২ডিসেম্বর) রাত ৮টার সময় যুবলীগ নেতা মোঃ আলম রমজান বিবি বাজার থেকে মুজাহিদপুর তার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তাকে একা পেয়ে উক্ত মামলার আসামী ফারুক, সুমন, নজরুল ও সোহাগ তার পথরোধ করে তাকে বেধম প্রহার করে এবং এক পর্যায়ে পাটের রশি দিয়ে গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।এ সময় তার আতœচিৎকারে পাম্ববর্তী বাড়ি ও দোকানের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা মোঃ আলম শুক্রবার জানান,পুর্ব-শত্রুুতার জেরে তারা আমাকে হত্যার চেষ্টা চালায় এবং থানায় মামলা করায় বিএনপির ওইসব সন্ত্রাসীরা বর্তমানে আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ব্যপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বিকার করে জানান, থানায় মামলা হয়েছে, আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মানুষকে রক্ষায় ডিজিটাল আইন, মুশতাকের মৃত্যু অনভিপ্রেত : তথ্যমন্ত্রী
- » সম্বর্ধনায় সিক্ত নড়াইলের নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা
- » বিশ্বের সেরা তিন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
- » নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বি এম মোজাম্মেল হক
- » বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের রোগমুক্তি কামনা
- » আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আশুলিয়া শাখার শ্রদ্ধা নিবেদন
- » বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম যুবলীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
- » মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার কবর জিয়ারাত করলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
- » বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের অধিকার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত
- » বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত