কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ-এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। উক্ত মসজিদের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ রেজওয়ান আলী খানগতকাল ১১ ডিসেম্বর ২০২০ রোজ শুক্রবারসকালে নির্বাচনী তফসিল ঘোষনা করেন।তফসিল নিন্মরুপ:নির্বাচনী শিডিউল ঘোষনা ১১-১২-২০২০, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২-১২-২০২০ ভোটারের আপত্তি গ্রহন১৪-১২-২০২০ সকাল ১০টা হইতে বিকাল ৩টা, ভোটারের আপত্তি শুনানী ১৫-১২-২০২০ সকাল ১০টা হইতে বিকাল ৩টা, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬-১২-২০২০ নোমিনেশন পেপার বিক্রয় ১৭-১২-২০২০সকাল ১০টা হইতে বিকাল ৩টামনোনয়ন পত্র দাখিল ১৮-১২-২০২০ সকাল ১০টা হইতে বিকাল ৩টা, মনোনয়ন পত্র বাছাই ১৯-১২-২০২০, মনোনয়ন পত্র প্রত্যাহার২০-১২-২০২০সকাল ১০টা হইতে বিকাল ৩টা, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ২১-১২-২০২০, নির্বাচনের তারিখ ২৪-১২-২০২০।ভোট গণনা ও ফলাফল প্রকাশ ঐ দিন বাদ এশা।মসজিদের ভোটারগণকে নিজ নিজ পরিচয় পত্র সঙ্গে আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। এখানে বিশেষ ভাবে উল্লেখ থাকে যে, মোট ভোটার সংখ্যা ৪০০ জন। শুধুমাত্র সভাপতি ও সেক্রেটারী পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » আজ সাগরদাঁড়ীতে মাইকেল মধুসূদন দত্তের ১৯৭ তম জন্ম জয়ন্তী উদযাপন
- » পাগলা মসজিদের দানবাক্সে আড়াই কোটি টাকা-স্বর্ণালঙ্কার
- » কুষ্টিয়ায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের গৃহবধুরা
- » গার্ড অব অনারের পর দাফন সম্পন্ন দেওয়ানবাগী পীরের
- » কবি আমিনুল ইসলামের “মহানায়ক শেখ মুজিবুর রহমান” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
- » পীর সৈয়দ জাহাঙ্গীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন
- » খোলা আকাশের নিচে দূর্বিসহ জীবন
- » আজব দেশে চলছে আজব সব কারবার
- » খুঁজে পাক বাঙ্গালী তার স্বপ্ন।
- » কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে