নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে কবি আমিনুল ইসলাম রচিত তৃতীয় কাব্যগ্রন্থ “মহানায়ক শেখ মুজিবুর রহমান” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।উপজেলা পরিষদ হলরুমে বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামের খ্যাতিমান কবি আমিনুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ “মহানায়ক শেখ মুজিবুর রহমান” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার প্রমূখ। এর আগে কবি আমিনুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ “যৌবনে জয়ের নেশা”, দ্বিতীয় কাব্যগ্রন্থ “দু-জনে” পাঠক মহলে বেশ সাড়া ফেলেছিলো।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » আজ সাগরদাঁড়ীতে মাইকেল মধুসূদন দত্তের ১৯৭ তম জন্ম জয়ন্তী উদযাপন
- » পাগলা মসজিদের দানবাক্সে আড়াই কোটি টাকা-স্বর্ণালঙ্কার
- » কুষ্টিয়ায় কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত গ্রামের গৃহবধুরা
- » গার্ড অব অনারের পর দাফন সম্পন্ন দেওয়ানবাগী পীরের
- » কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ-এর নির্বাচনী তফসিল ঘোষনা
- » পীর সৈয়দ জাহাঙ্গীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন
- » খোলা আকাশের নিচে দূর্বিসহ জীবন
- » আজব দেশে চলছে আজব সব কারবার
- » খুঁজে পাক বাঙ্গালী তার স্বপ্ন।
- » কষ্টগুলো এখনো সুখের স্পর্শ খোঁজে