ডেস্ক রিপোর্ট : মাস্ক না পরায় যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে এক নারী যাত্রীকে নামিয়ে দেয়া হয়েছে। গত সপ্তাহের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ৩ ডিসেম্বর ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহর থেকে ফ্লোরিডার টাম্পার উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় ছিল কলোরাডো ভিত্তিক ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইট স্টাফরা দেখতে পান এক নারী যাত্রীর মুখে মাস্ক নেই। তাকে মাস্ক পরতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান।
ভিডিওতে দেখা যায় ফ্লাইট এটেন্ডেন্স এসে ওই যাত্রীকে বলছেন, ‘মেম, পুরো ফ্লাইটে একমাত্র আপনার মুখেই মাস্ক নেই।এরপরেও মাস্ক না পরায় এয়ারলাইন্সের এক নিরাপত্তা কর্মী এসে তাকে নামিয়ে দেন। এসময় অন্য যাত্রীরা হাততালি দেন এবং উল্লাস প্রকাশ করেন। বিবৃতিতে ফ্রন্টিয়ারের এক মুখপাত্র জানান, তাদের ফ্লাইটে ভ্রমণের জন্য যাত্রীদের মুখে মাস্ক থাকা শর্ত। রিজার্ভেশন এবং চেক-ইনের সময় বিষয়টি যাত্রীদের ভালোভাবে ব্যাখ্যা করা হয়।এরপরেও ওই যাত্রী মাস্ক না পরায় ফ্লাইট থেকে তাকে নামিয়ে দিতে বাধ্য হয় মার্কিন বিমান কোম্পানিটি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই
- » ভারতে নতুন দল ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকী
- » আমরা জীবিত, উদ্ধার প্রচেষ্টা বন্ধ করবেন না’
- » উগান্ডায় ৬ষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট হলেন সেই স্বৈরশাসক
- » ট্রাম্পের অভিশংসন চান ন্যান্সি পেলোসি
- » কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহত ৪
- » ট্রাম্পকে হুশিয়ারি, সামরিক চাপের জবাব দিতে প্রস্তুত ইরান
- » দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
- » জার্মানিতে গোলাগুলিতে গুরুতর আহত ৪
- » চলতি বছর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের আশ্রয়কেন্দ্রগুলোতে ১৯জন আশ্রয়প্রার্থী মারা গেছেন