নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পূর্ববর্তী শত্রুতার জের ধরে শাওন ক্লিনিকের মালিক সইবুর রহমান (বকুল) কে মারধুর করে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে বকুলের ভাই মুকুল বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করমুডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ফাইজুল ওরফে ফয়সাল ও তার স্ত্রী আদরী স্ব-পরিবারে শাওন ক্লিনিকে চাকুরী করে আসছিলো। তারা ক্লিনিকের হিসাব নিকাশ ঠিক মতো না দিতে পারায় ক্লিনিকের মালিক সইবুর রহমান বকুল তাদেরকে ক্লিনিক থেকে বের করে দেন। সেই রোষানলে পড়ে তারা বরেন্দ্র ক্লিনিক নামে একটি নিজস্ব ক্লিনিক খোলেন।
পরবর্তী সময়ে ফয়সাল ও তার স্ত্রী সুযোগ খুঁজতে থাকেন বকুলকে বিভিন্ ভাবে ফাঁসানোর জন্য। যার ফলস্বরূপ গত ২৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সইবুর রহমান মুক্তিযোদ্ধা ওমর আলীর বাসায় যাবার পথে ফয়সাল ও তার স্ত্রী পথ রোধ করে দাঁড়ায় এবং জোরপূর্বক বরেন্দ্র ক্লিনিকে টেনে হিছড়ে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে সইবুর রহমান তাদের প্রতিবাদ করলে তাকে স্বামী স্ত্রী সহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে এলাপাতাড়ী মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় সইবুর রহমানের পকেটে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয় বিবাদীরা। পরে সইবুর রহমানের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উল্লেখ্য যে, সইবুর রহমান বকুল পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিষ্ট হিসেবে চাকুরী করায় তার সুবিধার্থে সেখানে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে ৩০ নভেম্বর তার ভাই মুকুল মিয়া বাদী হয়ে থানায় ফয়সাল ও তার স্ত্রী আদরীর বিরুদ্ধে একটি অভিযোগ করলে সেটিকে১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ প্যানাল কোড ১৮৬০ ধারায় মামলায় রূপান্তরিত করে করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।ওই মামলায় গত ০৬ ডিসেম্বর প্রধান আসামী ফাইজাল ওরফে ফয়সাল আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলা হাজতে হেফাজতে নেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » করোনাভাইরাসে দেশে ২৪ ঘন্টায় ১১ প্রাণহানি
- » কমলনগরে সাংবাদিক পিতা-পুত্রের করোনা টিকা গ্রহন
- » পাইকগাছার লতা স্বাস্থ্য কেন্দ্র দুই বছর তালাবদ্ধ
- » নাসিরনগর হাসপাতালে চিকিৎসক সংকটে, ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা
- » করোনা টিকার স্পট নিবন্ধন বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
- » চতুর্থ দিন টিকা নিলেন ১,৫৮,৪৫১ জন
- » রামগঞ্জে উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন ড. আনোয়ার খান এমপি
- » বাগেরহাটে প্রথম দিনে টিকা নিলেন ডিসি, এসপি, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তারা
- » শুরু হলো সারা দেশে করোনার টিকাদান
- » ভ্যাকসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই : পলক