খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : বাংলাদেশের স্বাধীনতার পরাশক্তি, সামপ্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্টী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বিকাল ৪ ঘটিকায় নগরীর ফেরীঘাট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খানজাহান আলী রোড হয়ে শান্তিধাম মোড় হয়ে শামসুর রহমান রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাইড় সজল, মাহামুদুল হাসান শাওন, এখতয়িার মোল্লা, জব্বার আলী হীরা, মিনহাজ সুজন, জহির আব্বাস, জুবী ওয়ালীয়া টুই, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্প সরকার, এসএম বোরহান উদ্দীন সজিব, মোঃ জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, সৌরভ আশ, সোহেল শেখ, রহমত সরদার, মেহেদী হাসান সুজন, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, মোঃ কামাল হোসেন, খান মোসাদ্দেক ইমন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, টিপু সুলতান, রেজওয়ান মোড়েল, তায়েজুল ইসলাম তাজ, রণি রায়, নাইম সরদার, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, হিরন হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, আলামিন হাওলাদার, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, নাজমুল হক অয়ন, পারভেজ শিকদার, জুয়েল শেখ, সংকর কুন্ডু, হাসিবুল সজিব, ইমরান হোসেন বাবু, শাহ আরাফাত রাহিব, মেহেদী হাসান সজিব, পরশ আহমেদ, সৈকত দাশ, নাজমুল ইসলাম রকি, শেখ সাইফ সাজিদ, শিকদার শাওন, ইমদাদুল হক, রুমান কাবর পিকু, জসিম উদ্দীন শিশির, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, শরিফুল ইসলাম মুন্না, তারেক হাসান, জনি বসু, মোঃ রাশেদুল ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, আতিকুর রহমান সাব্বির, পিয়াল হাসান, ইদ্রীস আলী জোয়ার্দ্দার, চয়ন চৌধুরি, ফাহিম ফয়সাল অপন, মাহামুদুল হাসান, তানভীর ইসলাম সাব্বির, রায়হান শিকদার, রাকিব আহমেদ রাব্বি প্রমুখ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সেখ জুয়েল এমপি’র সুস্থ্যতা কামনায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর
- » নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : বি এম মোজাম্মেল হক
- » বাগেরহাটে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মত বিনিময়
- » বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম যুবলীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
- » আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে ত্যাগী হতে হবে-এমপি হেলাল
- » খালেদা জিয়াকে গ্রেফতার করতে পরোয়ানা জারি
- » লজ্জা ভেঙে বিএনপি নেতাদের টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী
- » আশুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম যুবলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- » কেশবপুরের জয়নাল উদ্দিন একজন পরিক্ষীত আ.লীগ কর্মী
- » ভান্ডারিয়ায় জাতীয়-পার্টি জেপি,অঙ্গসংগঠন সহ বিভিন্ন পেশাজীবীদের মানববন্ধন ও সমাবেশ