সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের দুলাভাই রেজাউল ইসলাম খন্দকারের প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত মঞ্জু মিয়া (৩৬) নামে এক যুবকের জীবনে দেখা দিয়েছে চরম বিপর্যয়।
জানা যায়, বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় এমন অভিযোগ করে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত জহিরুল হকের পুত্র আহত যুবক মঞ্জু মিয়া। তিনি জানান, গত ২১ নভেম্বর (শনিবার) দিনগত গভীর রাতে এক মহিলার হাকডাক তার শুনে বড়বোন আয়শা আক্তার শয়নঘরের দরজা খুলে দেয়। এরপর দুলাভাইয়ের প্রতিপক্ষ নূরে আলম খন্দকারসহ ২৫-৩০ জনের একটি দল আচমকা শয়নঘর থেকে তাকে (মঞ্জু মিয়াকে) জোড়পূর্বক তুলে নিয়ে গিয়ে রাতব্যাপী অকথ্য নির্যাতন চালায়। তার দুলাভাই রেজাউল ইসলাম খন্দকার ও তার ভাই আইবুল খন্দকারসহ পরিবারের সকল পুরুষ প্রতিপক্ষের হাত থেকে প্রাণে বাঁচতে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে বিভিন্ন স্থানে থাকেন। তাদের প্রতিপক্ষের নূরে আলম খন্দকারের নেতৃত্বে প্রতিনিয়তই বসতবাড়িতে হামলা, দাঙ্গাহাঙ্গামা, লুটপাট, ছিনতাই, জবর দখলসহ হত্যা ও উচ্ছেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দীর্ঘদিন ধরে বাড়িঘর ছেড়ে তার দুলাভাইসহ পরিবারের পুরুষ লোক প্রাণভয়ে পালিয়ে থাকা ছাড়াও মঞ্জু মিয়ার নিজের পারিবারিক সমস্যা জনিত কারণে বেশ কিছুদিন থেকে তার দুলাভাই রেজাউল ইসলামের বাড়িতে থাকেন। তার দুলাভাইয়ের ভাতিজা আলহাজ্ব রুহুল হান্নান রুজার পরস্পর বিরোধী মামলা চলে আসছে। তবে, তিনি (মঞ্জু মিয়া) এসব ঘটনায় কোন পক্ষ অবলম্বন করেননি। ঘটনার রাতে তার উপর বর্বরোচিত নির্যতনের ফলে তিনি দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ্যতা ফিরে পাননি। চিকিৎসকের দেয়া পরামর্শের উদ্ধৃতি দিয়ে মঞ্জু মিয়া বলেন, তার ভবিষ্যত জীবন চরম বিপর্যয়ে কাটতে হবে। শারিরীকভাবে আর স্বাভাবিক জীবনে ফিরে আসা হবেনা। এব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিক এম এ ফয়সালের পিতার মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের শোক
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » ঢাকার বর্তমান ও সাবেক মেয়রের বাকবিতান্ডা দলকে সু-সংগঠিত করবে- এলজিআরডি মন্ত্রী
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু
- » শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক ৬ জন নিহত,গুরতর আহত-৩
- » কলাপাড়ায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার
- » শেখ হাসিনা কিছু তৈরী করে দেখিয়েছেন, আওয়ামীলীগ সরকার যা বলে, তাই করে : এবিএম মোস্তাকিম।
- » কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন শিরোনাম ভুলভাবে প্রকাশিত
- » খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন(বাস) চালু ও কেডিএ-এর ভাঙ্গা সড়ক সংস্কারের দাবী