ডেস্ক রিপোর্ট : বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির ডাবিংয়ে গতকাল মঙ্গলবার এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই তিনি।অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্রে এবারই প্রথম। চরিত্রটি বেশ আবেগঘন। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যাই। তাই চোখের পানি আটকে রাখতে পারিনি।জানা গেছে, সিনেমাটিতে এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। এখন পর্যন্ত বহু ছবিতে অভিনয় করলেও এমন আবেগপ্রবণ হয়ে কখনো কেঁদেছেন বলে মনে পড়ে না তার। অপুর কথায়, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেওয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলো না কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান ও মালা প্রমুখ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ
- » বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
- » শিক্ষা প্রকৌশল বিভাগের সৎ,দক্ষ, নির্ভিক উজ্জ্বল নক্ষত্র বেগম বুলবুল আখতার
- » সানাকে বিয়ে করে বিপদে মুফতি আনাস!
- » লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি
- » চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের
- » জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই
- » পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে
- » ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর কঙ্গনা-হৃতিক ইমেল মামলা
- » সংগীত প্রযোজক সেলিম খানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু