এ্যাড . মাসুদ করিম : মঙ্গলবার দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’ এর অধীনে পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে সকালে ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজ বধ্যভূমি, গণহত্যার সাক্ষ্য বহনকারী আমগাছ এবং গণহত্যার সাক্ষ্য বহনকারী জোড়া গাবগাছ এই তিনটি স্মৃতিফলক উন্মোচন করা হয়।
সরকারি বাঙলা কলেজ বধ্যভূমিতে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। গণহত্যার সাক্ষ্য বহনকারী জোড়া গাবগাছের স্মরণে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি ও গণহত্যার সাক্ষ্য বহনকারী আমগাছের স্মরণে নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এর সভাপতি ড. মুনতাসীর মামুন। ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য জনাব আসলামুল হক, এমপি।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই বাঙলা কলেজে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে। এই কলেজটি হয়ে উঠে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের অভয়ারণ্য। এখানে পাকিস্তানি বাহিনী ও তার দোসরা মুক্তিযোদ্ধা, স্থানীয় বাঙালিদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে আর নির্যাতন করে অসংখ্য মা-বোনকে। এই কলেজ প্রাঙ্গণে রয়েছে গণকবর, লাশ ফেলা কুয়া, জোড়া গাবগাছ যেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হত বাঙালিদের। এখানে ছিল আম বাগান- যেখানে গাছের শিকড়ে মাথা রেখে জবাই করা হত নৃশংসভাবে, আছে বেতের ঝাড় – যেখানে আধমরা করে ঝুলিয়ে রাখা হয় বাঙালির দেহ। বিজয়ের মুহূর্তে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল অজ¯্র জবাই করা দেহ, মানুষের কংকাল আর পঁচা গলা লাশ।
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, এই ফলক স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা-নির্যাতন ও আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের ইতিহাস। গণহত্যার স্মৃতি সংরক্ষণে, গণহত্যা নিয়ে রাজনীতি বন্ধে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে এই স্মৃতিফলকগুলো ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি স¤পাদক ড. চৌধুরী শহীদ কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি ও সকল শ্রেণি পেশার মানুষ।
সংবাদটি আপনার সংবাদপত্রে প্রকাশের জন্য অনুরোধ করছি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে : তাপস
- » মুজিববর্ষে মঠবাড়িয়ায় ভূমিহীন ও গৃহহীনদের ৪০ টি ঘর উদ্বোধন
- » গৃহহীন পরিবারকে ঘর দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের : প্রধানমন্ত্রী
- » ডুমুরিয়ায় মটর সাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
- » গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন এমপি খোকন
- » আমরা অসহায় শ্রমিকদের পাশে ছিলাম আছি এবং থাকবো : এ্যাড.মাহবুবুর রহমান ইসমাইল
- » গবেষণা ছাড়া কোনো অর্জন সম্ভব না : প্রধানমন্ত্রী
- » সুন্দরগঞ্জে ২’শ ৭২ পরিবারকে গৃহ প্রদান
- » প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ঘর নিয়ে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : বাগেরহাট জেলা প্রশাসক
- » নতুন কূটনৈতিক জোন তৈরি হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী