ডেস্ক রিপোর্ট : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার এবং তার একটি টিম চলতি সপ্তাহে সৌদি আরব ও কাতার সফর করবেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের সংকট সমাধানে ওই দুই দেশের সঙ্গে আলোচনা করতে তারা এই সফরে যাবেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম আলজাজিরা।
রোববার প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সৌদির নিওম শহরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন কুশনার। এর পরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সে দেশে গিয়ে দেখা করবেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির অ্যাক্সিওস ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে সৌদি আরব এবং কাতারের মধ্যে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে সেসব বিষয়ে সমাধান করে একটি চুক্তিতে পৌঁছাতে সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন কুশনার। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের সমাধান চাচ্ছেন তিনি।
সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অভিযোগে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কছেদ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কাতারের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। বলা হয়, দোহা সন্ত্রাসবাদের সমর্থক। যদিও এসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে দোহা। দেশটির অভিযোগ তাদের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে এসব দেশ। সেই সময় কাতারের সঙ্গে স্থল, জল ও আকাশসীমা বন্ধ করে দেয়া হয়। নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে দেশটির ওপর ১৩টি শর্ত বেঁধে দেয় চার আরব দেশ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন চলতি মাসের শুরুতে বলেছিলেন যে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংকট সমাধানকেই প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই হয়তো এই সমাধান চলে আসতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এসব জল্পনার মধ্যেই মধ্যপ্রাচ্যে কুশনারের সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ট্রাম্পের অভিশংসন চান ন্যান্সি পেলোসি
- » কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহত ৪
- » ট্রাম্পকে হুশিয়ারি, সামরিক চাপের জবাব দিতে প্রস্তুত ইরান
- » দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
- » জার্মানিতে গোলাগুলিতে গুরুতর আহত ৪
- » চলতি বছর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের আশ্রয়কেন্দ্রগুলোতে ১৯জন আশ্রয়প্রার্থী মারা গেছেন
- » ইমরান বিরোধীরা ফের রাস্তায়, লংমার্চ ঘোষণা
- » করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারী’ ভয়ঙ্কর হতে পারে : ডব্লিউএফপি
- » আফগানিস্তানে নারী টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা
- » যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজারের বেশি প্রাণহানি