এম. আব্দুল করিম, কেশবপুব (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ৪টি মোবাইল ফোনসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল আজিজ হালদারের ছেলে আল মামুনের মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখ করে গত শনিবার থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক আজিজুর রহমান ও মাহাফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের হোতা সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আকতার হোসেনকে (২৮) গ্রেফতার করে। ঐ সময় তার নিকট থেকে চোরাইকৃত ১টি মোবাইল উদ্ধার হয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে উপজেলার বিভিন্ন এলাকার বাসা-বাড়ী থেকে মোবাইল চুরি করে। তার স্বীকারোক্তিতে চাঁদড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে চোর চক্রের আরও এক সদস্য মহিদুল হককে (৪২) আটক করে এ সময় তার কাছ থেকেও ১টি মোবাইল ফোন উদ্ধার হয়। পরবর্তিতে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করিমের ছেলে চোর চক্রের সদস্য মুজিবর রহমানকে (৪০) আটক করে এ সময় তার কাছ থেকে ২টি মোবাইলসহ মোট ৪ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, থানায় মোবাইল চুরি মামলা হওয়ার পর আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং চোরাইকৃত ৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামীদের রবিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ টি ব্যাংক হিসাব জব্দ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » গাইবান্ধা পৌরসভায় পুলিশের গাড়িতে আগুন
- » পুলিশের অভিযানে চোর ডাকাত গ্রেপ্তার,জনতার মাঝে অনেকটা স্বস্তির নিঃশ্বাস।
- » আশাশুনিতে রোপনকৃত ৫০টি গাঁজা গাছসহ এক পুজারী আটক
- » মান্দায় ভূট্রার ক্ষেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার
- » সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
- » বাগেরহাটে সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার