ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৬০৯ জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দেশে করেনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৬২ হাজার ৪০৭ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ১৭২ জন।এছাড়া সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।সর্বশেষ মৃত ২৯ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে দুই জন করে চার জন। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৯ জন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯১ হাজার ১৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৮ হাজার ১৮৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৩৩ জন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন
- » অ্যাপসে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে : সেব্রিনা ফ্লোরা
- » শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব বন্ধ একমাস ধরে
- » কম দামে ও অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
- » করোনাভাইরাসের ভ্যাকসিন জানুয়ারিতেই পাবে বাংলাদেশ, আশা স্বাস্থ্যমন্ত্রীর
- » ভান্ডারিয়ায় ১১জনের মধ্যে ৫জনের করোনা পজেটিভ
- » জামালপুরের সকল সরকারি হাসপাতাল চিকিৎসা সেবা বন্ধ
- » করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন আরও ৩০ জন, মোট মৃত্যু ৭৫০৯
- » বাগেরহাটে ডায়াবেটিক সমিতির মোজাফ্ফর সভাপতি, ঝন্টু সম্পাদক নির্বাচিত
- » মঠবাড়িয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কেন্দ্রে চিকিৎসা সেবা চালু