নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বেবুকে স্থান করে নিয়েছে, আজ আমরা বিশ্বের মৎস্য উৎপাদনশীল দেশ সমূহের মধ্যে ৩য় স্থানে রয়েছি। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণেরই মৎস্যই বিশ্বের বুকে আমাদের দেশের পরিচয় ঘটিয়ে দিয়েছে তাই দেশের মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের উন্নত শিখরে পৌঁছাতে।বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজলার মৎস্যজীবীদের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন। জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আয়োজন ও নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিল পাড়ে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছা: নাজমানারা খানুম, খাদ্য মন্ত্রনালয়ের মহা পরিচালক সারোয়ার মাহমুদ, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি নৌকায় চড়ে জাল টেনে বিলে মৎস্য আহরণের উদ্বোধন করেন। এ সময় জবই বিল মৎস্যচাষ প্রকল্পের সকল সদস্য ও বিল পাড়ের অসংখ্য লোকজন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিক এম এ ফয়সালের পিতার মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের শোক
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » ঢাকার বর্তমান ও সাবেক মেয়রের বাকবিতান্ডা দলকে সু-সংগঠিত করবে- এলজিআরডি মন্ত্রী
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু
- » শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক ৬ জন নিহত,গুরতর আহত-৩
- » কলাপাড়ায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার
- » শেখ হাসিনা কিছু তৈরী করে দেখিয়েছেন, আওয়ামীলীগ সরকার যা বলে, তাই করে : এবিএম মোস্তাকিম।
- » কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন শিরোনাম ভুলভাবে প্রকাশিত
- » খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন(বাস) চালু ও কেডিএ-এর ভাঙ্গা সড়ক সংস্কারের দাবী