মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৬৮টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৪৫জন, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৫৬২ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-০৯, বেগমগঞ্জে -১১, কোম্পানীগঞ্জে-০৮জন , কবিরহাটে-১৫জন, সোনাইমুড়ীতে-০৫, চাটখিলে-০৪, হাতিয়ায়-০২, সুবর্ণচরে-০৫, ও সেনবাগে-০৯ জন। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ১১৩৫ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৪জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২৫ জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে, জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে, গনপরিহনে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৮৬৪জন, সদরে সর্বোচ্চ-১১৩৫জন, চাটখিলে-১৮১জন, সোনাইমুড়ীতে-২০৮জন, কবিরহাটে-৪৯৫জন, কোম্পানীগঞ্জে-৩৯০জন, সেনবাগে-২০৪জন, সুবর্ণচরে-২৫৮জন ও হাতিয়ায় -১১০জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৪৫জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। (আজ) ১৪ আগষ্ট শক্রবার বার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, নতুন করে আরও ৬৮ জনের করোনা পজিটিভ আসে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৪৫জন, এবং জেলায় মোট মৃত্যু-৭০ জন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন, আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » আলজাজিরার প্রতিবেদন সরাতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ
- » নাসিরনগরে বিশ্ব ভালবাসা দিবসে ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপ মায়াজালের ব্যতিক্রমী উদ্যোগ।
- » কালীগঞ্জে সড়কের পাশে চায়ের দোকানে ট্রাকের আঘাতে ৪ জন গুরুত্বর আহত
- » জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনেকে সামনে রেখে নৌকার পক্ষে সিএনজি মিছিল
- » বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে মামালা, আটক-১
- » কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে
- » যৌতুক নির্যাতনে গৃহবধু হত্যা ঘটনার শুরু থেকেই পুলিশের গড়িমসির অভিযোগ পরিবারের
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফ ও ধানের শীষের প্রার্থী মাহাবুব
- » মোরেলগঞ্জে পৌর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছেন
- » পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় ভোরের কাগজের প্রতিনিধি আহত : তীব্র প্রতিবাদ