এস এম আলমগীর হোসেন, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী অসিম শিকদার (৩২) মারা গেলেন। বুধবার (১২ আগষ্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানতিনি উপজেলার ইউসুফপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী (সিএইসসিপি)। সে উপজেলার মহিপুরের ইউসুফপুর গ্রামের যথিন্দ্রনাথ সিকদারের ছেলে।জানাগেছ, জ্বরের সঙ্গে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১০ আগষ্ট) অসীমকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। মঙ্গলবার নতুন করে আরও ৪ জন করোনা সনাক্ত হয়েছে। এরা হলেন, কলাপাড়া পৌর শহরের মোঃ চুন্নু মিয়া (৫৫), একই এলাকার শাহরিয়া (১৯), কুয়াকাটার নয়ন (৩৮) ও কামরুল হাসান। এ নিয়ে এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১১৪ জনের। এ তথ্য মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে কলাপাড়া স্বাস্থ্য বিভাাগ নিশ্চিত করেছনকলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, এ উপজেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৮৭ জনের। রিপোর্ট আসে ৬৫৬ জনের। এর মধ্যে আক্রান্ত হয় ১১৪ জন। এদের মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। আইসোলেশনে ৪৯ ও হোম কোয়ারেন্টাইনে ৬৮ জন রয়েছেন।
কলাপাড়ায় গাছ থেকে পড়ে নিহত-১
কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ার মহিপুরে গাছ থেকে পড়ে আব্দুল হামেদ (৭৫) এক বৃদ্ধ মারা গেছে। বুধবার দুপুরে মহিপুরের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে।মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য ওঠে। ডাল কাটার এক পর্যায় অসতর্কতা বশতঃ প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে তিঁনি জানান।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » আলজাজিরার প্রতিবেদন সরাতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ
- » নাসিরনগরে বিশ্ব ভালবাসা দিবসে ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপ মায়াজালের ব্যতিক্রমী উদ্যোগ।
- » কালীগঞ্জে সড়কের পাশে চায়ের দোকানে ট্রাকের আঘাতে ৪ জন গুরুত্বর আহত
- » জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনেকে সামনে রেখে নৌকার পক্ষে সিএনজি মিছিল
- » বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে মামালা, আটক-১
- » কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে
- » যৌতুক নির্যাতনে গৃহবধু হত্যা ঘটনার শুরু থেকেই পুলিশের গড়িমসির অভিযোগ পরিবারের
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফ ও ধানের শীষের প্রার্থী মাহাবুব
- » মোরেলগঞ্জে পৌর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছেন
- » পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় ভোরের কাগজের প্রতিনিধি আহত : তীব্র প্রতিবাদ