ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর আগে করোনা টেস্ট করান খেলোয়াড়রা। সেই টেস্টে ২৪ জনের মধ্যে ১৮ জনই করোনায় আক্রান্ত। তবে বাফুফের তত্ত্বাবধানে করা করোনা টেস্টের রিপোর্টে অখুশি ফুটবলাররা।
এর কারণ হিসেবে তারা বলছেন, ক্যাম্পে যোগ দেয়ার আগেই ব্যক্তিগতভাবে টেস্ট করান জাতীয় দলের ২৪ জন ফুটবলার। তাদের সেই রিপোর্ট নেগেটিভ আসে। একমাত্র পজিটিভ আসে বিশ্বনাথ ঘোষের। যে কারণে তিনি ক্যাম্পে যোগ দেননি। বাকি ২৩ জন নেগেটিভ ফল নিয়ে ক্যাম্পে যোগ দিলেও বাফুফের পরীক্ষায় পজিটিভ এসেছে ১০ জনের।
শুক্রবার করোনা রিপোর্টে পজিটিভ আসে আরও সাত ফুটবলারের। সব মিলে ২৪ জন ফুটবলারের মধ্যে আক্রান্ত ১৮ জন। তবে এ নিয়ে আতঙ্কিত নন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এমনটিই আমি আঁচ করেছিলাম। কারণ বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়। অবশ্যই আমার জন্য এটা খারাপ খবর। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরবেন বলে বিশ্বাস আমার।
দুইবার করোনা পরীক্ষা দিয়ে ক্যাম্পে যোগ দিতে হচ্ছে ফুটবলারদের। ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে ৩১ জন নিজেদের উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা বাফুফের কোভিড-১৯ রিপোর্টের সঙ্গে অমিল খুঁজে পাওয়া যাচ্ছে ব্যক্তি উদ্যোগে করা পরীক্ষার ফলের। ব্যক্তি উদ্যোগে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নতুন কূটনৈতিক জোন তৈরি হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
- » নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- » সিলিটে বিচারককে ঘুষ দিতে গেলেন এসআই, ক্লোজড
- » পিরোজপুরে ২ যুবলীগ নেতার হাত-পা ভেঙেছে সন্ত্রাসীরা
- » কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
- » ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট উইন্ডিজ
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » ভান্ডারিয়ায় অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার ; অপহরনকারী গ্রেফতার