ডেস্ক রিপোর্ট : চ্যানেল আই এর জন্য নিমিত হয়েছে তানভীর আহমমদের পরিচালনায় আমার একটাই বউ। ঈদের ৬ষ্ঠ দিনে সন্ধা ৭ঃ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আমার একটাই বউ।যাতে অভিনয় করেছেন ইস্তেখাব দিনার,তাসরিনা ফারিন,মনিরা মিঠু,ইশতিয়াক আহমেদ রুমেল ,আনোয়ার হোসেন প্রমুখ।গল্পটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির।
শাহেদের বয়স ৪০ ছুঁইছুঁই। কিন্তু কেউ তাকে বয়স জিজ্ঞেস করলে, তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেন, ২৫। বয়স নিয়ে তার এমন লুকোচুরির প্রধান কারণ বিয়ে। তিনি ৩৮ বছর বয়সে বিয়ে করেছেন ১৮ বছরের তরুণীকে। নাম ফারিয়া। দেখতে খুব সুন্দরী।সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শাহেদ দারুণ হীনমন্যতায় ভোগেন। মাঝে মাঝে অবশ্য স্বপ্নও তার সঙ্গে রসিকতা করে। বেশি বয়সে বিয়ে করলে অনেকেই যেমন বউ নিয়ে আদিখ্যেতা করে, শাহেদও এর ব্যতিক্রম নন। ঘরে বউয়ের সঙ্গে থাকলে সারাদিন নিজেকে নানাভাবে জ্ঞানী ও সর্বসেবা প্রমাণ করার চেষ্টায় থাকেন। আর ঘরের বাইরে অফিস ও বন্ধুদের আড্ডায়, তার বউ যে একজন মহিয়সী নারী।
তবে ইদানীং এক জটিল সমস্যার ভুগছেন তিনি। ক’দিন পরপরই বউয়ের উপর জিনের আছর হচ্ছে। অনেক ফকির, কবিরাজ, ওঝা দেখানোর পরও কোনো লাভ হচ্ছে না। ইদানীং তিনি মহল্লার আড্ডাও এড়িয়ে চলছেন। কেউ জানতে চাইলে তিনি বলেন, তার সুখ কারও সহ্য হচ্ছে না। মানুষের কুনজর পড়েছে। বন্ধু-বান্ধব সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। কেউ কেউ আবার তাকে ‘বউ পাগল’ বলেও ডাকে। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘আমার একটাই বউ’।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ
- » সানাকে বিয়ে করে বিপদে মুফতি আনাস!
- » লাইফ সাপোর্টে জিনাত বরকতুল্লাহ, অবস্থার অবনতি
- » চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের
- » জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই
- » পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে
- » সংগীত প্রযোজক সেলিম খানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
- » মডেলিংয়ে ধনকুবের স্টিভ জবসের মেয়ে
- » বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
- » প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!