মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছে আরো ১জন। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭৩জন, গত ২৪ ঘন্টায় কবিরহাটে – ০১জনসহ জেলায় মোট মৃত্যু-৬৬ জন, এবং গত ২৪ ঘন্টায় ৮৭জনসহ সুস্থ হয়েছেন ২৩৮৯ জন। নতুন করে আক্রান্তের মধ্যে সদরে-২৯, বেগমগঞ্জে ১৩, কোম্পানীগঞ্জে-১৫জন , কবিরহাটে-০৭জন, সোনাইমুড়ীতে-০৫, সুবর্ণচরে-০৩, চাটখিলে-০১, ও সেনবাগে-০৫জন। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা এবং জেলা শহরসহ সদর উপজেলা। সদরে সর্বোচ্চ ৯৭৫ জন এবং বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯০জন। বেগমগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সর্বোচ্চ-২৫ জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই। নোয়াখালীতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় বেগমগঞ্জে ৭৯০জন, সদরে সর্বোচ্চ-৯৭৫জন, চাটখিলে-১৬৫জন, সোনাইমুড়ীতে-১৭৭জন, কবিরহাটে-৩৯৬জন, কোম্পানীগঞ্জে-২৮১জন, সেনবাগে-১৬৪জন, সুবর্ণচরে-২২৪জন ও হাতিয়ায় -১০১ জনসহ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭৩জন। সচেতন মহলের মতে অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই নোয়াখালীতে দিনদিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। (আজ) ০৫ আগষ্ট বধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, নতুন করে আরও ৭৮ জনের করোনা পজিটিভ আসে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭৩জন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, করোনা পরীক্ষার কিট সংকট এবং অক্সিজেন, আইসিইউ, চিকিৎসা সামগ্রী, ডাক্তার-নাস সংকটসহ পযাপ্ত দক্ষজনবলের অভাব রয়েছে এখানে। ফলে পরীক্ষা কমসহ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নোয়াখালীবাসী।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বকশীগন্জে একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে -এমপি হেলাল
- » কমলনগরে বিকল্পধারার নেতার বিরুদ্ধে মানববন্ধন
- » মঠবাড়িয়ায় মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিল এক ভূমিদস্যু ॥ থানায় জিডি
- » অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই: সজীব ওয়াজেদ জয়
- » নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- » লোহাগড়ায় সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের
- » এমপি তন্ময়র সাথে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- » আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ হয়েছে : অপু ওহাব