শফিকুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় মৎস্য ঘেরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে সোমবার সকালে মৎস্য ঘেরে বাগদা, রুই, কাতলা, সিলবার, জাপানী গিলাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে। ঘটনাটি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা বিলে একই উপজেলার প্রসাদপুর গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে আওয়ামীলীগ নেতা জি এম গোলাম রসুলের মৎস্য ঘেরে ঘটেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দেখলেই মনে হচেছ এটা যেন একটি হৃদয় বিদারক দৃশ্য। এঘটনার খবর শুনে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, তালা থানা ওসি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী জি এম গোলাম রসুল জানান, ঈদের দিন কর্মচারীরা ছুটিতে চলে গেলে তিনি এবং তার পাশর্^বর্তী ঘের মালিক আঃ করিম মোড়ল ঘেরে ছিলেন। শনিবার রাত সাড়ে তিনটার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিকে ঘেরের ভেড়ি দিয়ে হাটতে দেখে করিম মোড়ল লাইট মেরে নিশ্চিত হন। পরে রবিবার সকালে মাছ সারা ঘেরে ভাসতে দেখা যায়। এসময় ভুক্তভোগী জি এম গোলাম রসুল বুঝতে পারে তার ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। রবিবার রাত থেকে শুরু হয় মাছ মরা ও ভেসে উঠার পালা। সোমবার সকাল হতেই ৯০ বিঘার পুরা মৎস্য ঘেরটি দেখা যায় সাদা আর সাদা। তিনি আরও জানান, যে ব্যক্তিটা রাত সাড়ে তিনটার সময় আমার ভেড়িতে দেখা গেছে ঐ ব্যক্তি কয়েক মাস আগে আমাকে হুমকি দিয়েছিলো দেখে নিবে বলে তার ফলাফল আমার এটাই করলো। ছোট ধানি মাছ থেকে শুরু করে ২/৩ কেজি ওজনের মাছ মরে গেছে এতে সর্বশান্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এঘটনায় জি এম গোলাম রসুল সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সত্যজিৎ সানা জানান, এমোনিয়া বাড়ার কারনে এমন দূর্ঘটনা ঘটেছে। এমোনিয়া সাধারণত অতিরিক্ত খাবার, অতিরিক্ত তাপমাত্র, বিষক্রিয়া বা মাছের বর্জ থেকে হতে পারে। বিষক্রিয়া প্রয়োগ করা হয়েছে কিনা তা একমাত্র পরীক্ষা নিরিক্ষা ছাড়া বলা যাবে না।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, একটি সংঘদব্ধ দল একাজটি করেছে যা হৃদয়বিদারক, অমানবিক ও দুঃখজনক। যে বা যারা এমন জঘন্য কাজটি করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কেশবপুরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহি খেজুরের রস ও গুড়
- » কুষ্টিয়ার দৌলতপুরে চেয়ারম্যানরে বাসায় অবধৈ ডিস ব্যবসা ॥ র্যাব’র হানা
- » কেশবপুরে শুরু হয়েছে বোরো আবাদের প্রস্তুতি : হালের মই টানছে মানুষে
- » শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
- » সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ৫ ঘন্টা পর অপর প্রার্থীর লাশ উদ্ধার
- » ঝিনাইদহে ‘ভরসার নতুন জানালা’ উদ্যোক্তা কৃষক সম্মেলন অনুষ্ঠিত
- » কলাপাড়ায় বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
- » কমলনগরে নবজাতকের লাশ কুকুরের টানাহেঁচড়া
- » কৃষি পন্য বহনে চালু হচ্ছে রেলওয়ে সংযোজনে অত্যাধুনিক নতুন লাগেজ ভ্যান