বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বুরুজবাড়ীয়া গ্রাম থেকে ৮৫০ পিস ইয়াবাসহ রাহেলা বেগম (৫০) ও তহমিনা বেগম (৫৫) নামের দুই বোনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ররিবার রাতে উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের জনৈক মহসিন খানের বাড়ীর সামনে থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যেতে সক্ষম হয়। সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে ধরতে অভিযান অভ্যাহত রয়েছে। গ্রেফতারকৃত রাহেলা বেগম আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মৃত আলকাছ হাওলাদারের স্ত্রী ও তহমিনা বেগম একই উপজেলার খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহামুদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল দুই বোন। প্রত্যন্ত অঞ্চলে গোপনে তারা ইয়াবা বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশী করে ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের সহযোগী তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- » সিলিটে বিচারককে ঘুষ দিতে গেলেন এসআই, ক্লোজড
- » পিরোজপুরে ২ যুবলীগ নেতার হাত-পা ভেঙেছে সন্ত্রাসীরা
- » কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
- » কুষ্টিয়া সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » ভান্ডারিয়ায় অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার ; অপহরনকারী গ্রেফতার
- » ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- » লোহাগড়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ