কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী উপজেলার রতনপুর ইউনিয়নের চকদাড়ি সৈয়দালীপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে নারায়ন চন্দ্র মন্ডল (২৯) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডলের সাথে একই গ্রামের মৃত হাজরা মন্ডলের ছেলে জীবন মন্ডল (৪২) এর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্রধরে গত ২৪ জুলাই জীবন মন্ডলের নেতৃত্বে তার দ্ইু ছেলে কৃষ্ণপদ মন্ডল (২২), স্বপন মন্ডল (১৯), একই এলাকার গোপাল মন্ডলের ছেলে সনাতন মন্ডল (২৪), মৃত আব্দুর রউফ মেহেদীর ছেলে শিবলী রুমি শেখ (৩৭), আজিজ গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩৩), রামগোবিন্দপুর গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৬৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, বেড় জাল, খেপলা জাল, সাবল, লোহার রড়সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নারায়ন চন্দ্র মন্ডলের ভোগ দখলীয় পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরতে থাকে। এসময় ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডলের মা গীতা রানী (৫০) ও স্ত্রী অর্চনা মন্ডল (২৫) তাদেরকে মাছ ধরতে নিষেধ করলে জীবন মন্ডল গং হামলা চালিয়ে নারায়ন চন্দ্র মন্ডল, তার মা গীতা রানী ও স্ত্রী অর্চনা মন্ডলকে গুরুতর জখম করে। এছাড়াও অর্চনা মন্ডলকে প্রকাশ্য জনতার সামনে শ্লীলতাহানী ঘটায়। বর্তমানে ভুক্তভোগী নারায়ন চন্দ্র মন্ডল এবং তার মা গীতা রানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এর মধ্যে গীতা রানীর অবস্থা আশঙ্খাজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী অসহায় পরিবারটি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফ্রেন্ডস ক্লাবের উদ্যেগে কম্বল ও নগদ অর্থ বিতরণ
- » আশাশুনির শ্রীউলা ইউনিয়ন আওয়ামীলীগের অফিস উদ্ভোদন
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাটে দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ
- » ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্ম হত্যা