বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহে ৭৩৭ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর। বাগেরহাট পৌরসভাসহ দশ ইউনিয়নের এই পিছিয়ে পড়া নারী ও পুরুষদের আতœনির্ভরশীল করতে বেসরকারি উন্নয়ন সংস্থা এই উদ্যোগ নিয়েছে। বাগেরহাটে এই নগদ অর্থ সহায়তার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আর্থিক সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছে ঝষি, ডোম, খ্রিষ্টান, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও বিধবা। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহি পরিচালক স্বপন কুমার গুহ এই প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লক ডাউনসহ নানা কারনে নিন্ম আয়ের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। করোনাকালিন দুর্যোগে সরকার এই পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্যসহ নানা সহায়তা দিয়েছে। সরকারের সহযোগিতা নিয়ে সরকারের উন্নয়ন সহযোগি সংস্থা রুপান্তর এই কর্মহীন মানুষদের জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করে। আমরা বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার দশ ইউনিয়নের সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নানা শ্রেণি পেশার মানুষকে বাছাই করে ৭৩৭ জনের তালিকা তৈরি করে প্রত্যেককে নগদ পাঁচ হাজার করে টাকা দিয়েছি। এই প্রান্তিক জনগোষ্ঠি এই ক্ষুদ্র টাকা দিয়ে ছোট পরিসরে ছাগল, হাঁস, মুরগি কিনে তা লালন পালন করে আতœনির্ভরশীল হতে পারবে। তারা নিজেদের চেষ্টায় যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠির তালিকা প্রনয়ণ কাজের সহায়ক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার দশ ইউনিয়নে ঝষি, ডোম, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও বিধবা রয়েছেন। করোনা পরিস্থিতির কারনে প্রান্তিক এই জনগোষ্ঠির অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমরা এই জনগোষ্ঠির মধ্যে অবহেলিত নারীদের প্রাধান্য দিয়েছি। এই অর্থ সহায়তা পাওয়াদের মধ্যে ষাটভাগই নারী। তারা যাতে এই ক্ষুদ্র সহায়তা নিয়ে হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারে সেই পরামর্শ দেয়া হয়েছে।
অর্থ সহায়তা পাওয়া নারী বেলা রাণী দাস, বিমলা বাগচি ও তৈয়ব আলী এই প্রতিবেদককে বলেন, করোনা কারনে আমাদের পরিবারের সদস্যরা অনেকদিন বেকার ছিল। দিন মজুরী, মানুষের বাসাবাড়িতে কাজ করতে না পেরে আর্থিক ক্ষতির মূখে পড়ে যাই। এই বিপদের সময়ে এনজিও আমাদের অফেরযোগ্য নগদ পাঁচ টাকা সহায়তা দেয়ায় আমরা দারুণ উপকৃত হয়েছি। আমরা এই টাকা দিয়ে ছাগল, হাঁস, মুরগি পালন করে কিছু রোজগারের চেষ্টা করব।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কলাপাড়ায় তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা
- » রাজবংশ ও রাজার স্মৃতি বহণ করছে ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ি রির্সোট এন্ড পিকনিক স্পট
- » বাগেরহাট পৌর নির্বাচনে ৩৬ জনের মনোনায়ন পত্রই বৈধ ঘোষণা
- » লোহাগড়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
- » ডুমুরিয়ায় গরু ব্যবসায়ীকে হাত-মুখ বেঁধে পিটিয়ে জখম
- » মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর শীত উপহার বেঁদে পল্লীতে কম্বল বিতরণ করলেন ইউএনও
- » জামালপুরের ইসলামপুরে মমতার বসত ঘড় আগুনে পুড়ে ছাই
- » ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ শিশুর হাসিমুখ ফাউন্ডেশনের
- » মেহেরপুর সাহিত্য পরিষদের স্মারক কাব্যগ্রন্থ ঠিকানা মোড়ক উন্মোচনে প্রস্তুতিমুলক সভা
- » সুন্দরগঞ্জে নব-নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা