আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে পুলিশিং বিট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার খাজরা বাজারে ০৮ নং বিট কার্যালয় উদ্বোধন করেন, প্রধান অতিথি আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। এ সময় প্রধান অতিথি বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোাগানকে সামনে রেখে সাধারণ মানুষের হাতের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় প্রতি ইউনিয়নে আলাদা নির্দিষ্টভাবে এক জন এসআই ও এক জন এএসআই এর নেতৃত্বে পুলিশ ফোর্স দিয়ে বিট কার্যালয় পরিচালিত হবে। সাধারণ মানুষ যাতে দ্রুততার সাথে আইনি সহযোগিতা পেতে পারে সে জন্য বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আশাশুনি থানা কে দুর্নীতি, দালাল, জুয়া, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। যদি কোথাও কোন এ সব অপকর্মের সাথে জড়িত ব্যক্তি থাকে তাহলে সঙ্গে সঙ্গে আশাশুনি থানা পলিশে খবর দেয়ার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, আশাশুনি থানায় জিডি বা অভিযোগ করতে কোন টাকা লাগে না। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখেন তারা কি করছে, কোন অপকর্মের সাথে জড়িত হচ্ছে কিনা সার্বক্ষনিক নজর রাখুন। খাজরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খাজরা ইউপি’র দায়িত্বে বিট অফিসার এসআই মামুন ও সহকারী বিট অফিসার এএসআই মিলন, ইউপি সদস্য বিপ্লব কুমার, মিলন মন্ডল, মহিলা মেম্বার নাজমা খাতুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকার অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ত্রাণের চাউল বরাদ্দ দিয়েছেন। রোববার সকালে উপজেলার শ্রীউলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা সাকিল চাউল বিতরণ উদ্বোধন করেন। ইউনিয়নের ৬ হাজার একশত দুর্যোগ আক্রান্ত, দুঃস্থ, দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ খাদ্য শস্য (চাল) সহায়তা হিসাবে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ দিন ১ ও ২ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। এভাবে প্রতিদিন ২টি করে মোট ৯টি ওয়ার্ডে ৬১০০ জনের মধ্যে এ চাউল বিতরণ করা হবে। অপরদিকে, বুধহাটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান আল. ফিউল ইসলাম খোকন চাউল বিতরণ উদ্বোধন করেন। বুধহাটা ইউনিয়ন ৫ হাজার ৭ শত ৫০ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে। উদ্বোধনী দিনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ১,৪৫৭ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। বাকী ওয়ার্ডের চাউল ক্রমান্বয়ে বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। উপজেলার সবকটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন