জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কবুতর প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এক কৃষক মোঃ জসিম শেখ। তিনি কৃষি কাজ সেরে অবসর সময় পার করতে এবং বাড়তি আয় করে স্বাবলম্বী হতে গড়ে তুলেছেন দেশী বিদেশী কবুতরের ফার্ম। কবুতর তার খুব প্রিয়, তাই তার কবুতর প্রীতিতে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উপজেলার নাওরা গ্রামের মো. জসিম শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামের মো. কালাম শেখ এর ছেলে। প্রায় ২০ বছর আগে থেকে তিনি এ কৃষি কাজ করেন। কৃষি কাজ কর্ম সেরে অবসর সময় অতিবাহিত করতে অনেকটা সখ করেই প্রথমে কয়েকটি কবুতর কিনে পালতে শুরু করেন। কিন্তু পরবর্তীতে কবুতরের প্রতি তার আসক্ততা বেড়ে যায়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশী-বিদেশী রকমারী কবুতর সংগ্র শুরু করেন। এক পর্যায় গড়ে তুলেন দেশী-বিদেশী কবুতর ফার্ম। বর্তমানে তার ফার্মে সিরাজী, মক্কী, লাটকা, ময়ূরী, গীরিবাজ, বোখারাসহ দেশি-বিদেশী প্রায় ৫০ জোড়া কবুতর রয়েছে। মূল্যবান এসব কবুতর তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছেন।
মো. জসিম শেখ জানান, কবুতরের প্রতি আমার অগাধ ভালবাসা জন্মেছে। কবুতর প্রতিপালন করে একদিকে আমার সময় কাটে, অপর দিকে আর্থিক আয়ও হয়। আমার খামারে যেসব কবুতর রয়েছে তার সবগুলোই দর্শনীয় এবং উচ্চ মূল্যের। বর্তমান বাজারে সিরাজী ২৫০০ টাকা জোড়া, মক্কী ২০০০ টাকা জোড়া, লাটকা, ২০০০ টাকা জোড়া ময়ূরী ২২০০ টাকা জোড়া, গীরিবাজ ইন্ডিয়ান ১২০০ টাকা জোড়া, গীরিবাজ দুবাই ১৭০০ টাকা জোড়া, এবং বোখারা ৩০০০ টাকা জোড়া ক্রয় বিক্রয় হয়। তিনি বলেন আমার এ কবুতর ফার্ম থেকে প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকা বাড়তি আয় হয়। তিনি কবুতর ফার্ম করে বাড়তি আয় করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় পিয়াজ উৎপাদনে চাষীদের আগ্রহ বাড়ছে
- » তেঁতুলিয়ায় ক্ষুদ্র চা চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- » কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
- » ফরিদপুরে লাউ কেটে ক্রিকেট খেলা কৃষকের মাথায় হাত
- » স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান আকবর আলী
- » আবারও গিনেস রেকর্ড অর্জনের পথে পার্থ
- » ফল বিক্রি করে স্বাবলম্বী লোহাগড়ার নয়ন
- » মাদারগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত
- » শিক্ষার্থী তানিয়া নাসরিন পাচ্ছেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
- » গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন