ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুই হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে সারা দেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জন হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দুই হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ এবং এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন। এ পর্যন্ত যারা কভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার ২৩৭ জন, ৭৮ দশমিক ৮৮ শতাংশ এবং নারী ৫৯৯ জন, ২১ দশমিক ১২ শতাংশ। আজ শুক্রবার (২৪ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৩৬১টি। পরীক্ষা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ২৭টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি নমুনা। কভিড-১৯-এ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৯১ থেকে ১০০ বছরের ১ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। ডা. সুলতানা বলেন, যে ৩৫ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছে ৩২ জন, বাড়িতে ৩ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ৭০৯ জন, ছাড়া পেয়েছে ৫৯৯ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছে ৪৫ হাজার ৯১০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছে ২৬ হাজার ৯৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১৮ হাজার ৯৭০ জন। ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ২১ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ২ হাজার ২২ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছে ৩ লাখ ৬২ হাজার ২২২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৫৯ হাজার ৫৩০ জন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ওবায়দুল কাদেরের রক্তচক্ষুকে ভয় করি না: কাদের মির্জা
- » ঢাকা প্রেস ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
- » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে : সেতুমন্ত্রী
- » দেশের অর্থনীতি প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- » ঢাকায় মশা অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
- » বাংলাদেশ এখন আর ভিক্ষা নেয় না বরং ভিক্ষা দেয় : আলহাজ্ব মির্জা আজম এমপি
- » কালিয়ায় নৌকার কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ
- » মঠবাড়িয়ায় রহস্য জনক নববধূ নিখোঁজ ॥ থানায় জিডি
- » টিকা ব্যবস্থাপনা নিয়েও অপপ্রচার করছে বিএনপি : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
- » শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে : তাপস