জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌরসভার ৩ টি ওয়ার্ড রেডজোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা সংক্রমণ প্রতিরোধ কমিটি। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিরোধ কমিটির বৈঠকে জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিষয়ে আলোচনা করে অঞ্চল ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বলা, রেডজোন এলাকায় যাতে আর সংক্রমণ না হয় সে লক্ষে কঠোর বিধি বিধান মানতে সকলকে বাধ্য করা হবে। ৪ ওয়ার্ডের ,মাষ্টারপাড়া,ফেরিঘাট রোড,শেখ পাড়া,মল্লিক পাড়া, ৭ ওয়ার্ডের এতিমখানা পাড়, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া, ৯ ওয়ার্ডের গুলশানপাড়া,হাসপাতালপাড়া,থানাকাউন্সিলপাড়া লকডাউনের অন্তর্ভুক্ত থাকবে। পৌর এলাকার এসব ওয়ার্ড লকডসুন চলাকালে চলাকালে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয়জিনিসপত্র দোকান খোলা থাকবে। এছাড়া শহরে অটো রিকশার আসন ৪ ভাগে ভাগ করে যাত্রী নিতে হবে। ৪ জন যাত্রীর বেশী নেয়া যাবে না। আবার অন্য উপজেলার যাত্রী নিতে পারবে না। Covid-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতৃক গঠিত জেলা পর্যায়ের কমিটির করণীয় সম্পর্কিত সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন Covid-19 প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা Covid-19 প্রতিরোধে কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার’র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃমারুফ হাসান,চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মো:ইয়াহিয়া,মুনিরা পারভীন,চুয়াডাঙ্গা জেলার ০৪ উপজেলার নির্বাহী অফিসার,চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দূর রহমান চৌধুরী জীপু,চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(RMO) ডা:শামীম কবির,চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহান,চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধান সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার,দোকান মালিক সমিতির নেতা জগলু,শামসুজ্জামান খোকন, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি,নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সুমন খান,চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ৎ মালিক সমিতির নেতা ওহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজা দোকান মালিক সমিতির নেতা আহসান খান,বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২০ দিনে ৭ নং ওয়ার্ডে জন ৮, ৪ ওয়ার্ডে২৯ জন ও ৯ নং ওয়ার্ডে ২৭ করোনা ভাইরাস পজিটিভ আসে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বকশীগন্জে একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে -এমপি হেলাল
- » কমলনগরে বিকল্পধারার নেতার বিরুদ্ধে মানববন্ধন
- » মঠবাড়িয়ায় মসজিদ ও মাদ্রাসা মাঠের মাটি কেঁটে নিল এক ভূমিদস্যু ॥ থানায় জিডি
- » অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই: সজীব ওয়াজেদ জয়
- » নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- » লোহাগড়ায় সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের
- » এমপি তন্ময়র সাথে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- » আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ হয়েছে : অপু ওহাব